আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সরাইল উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ২০২৩ সালের মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন সভার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে এগারটায় নির্বাহী অফিসারের কার্যালয়ে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, সরাইল উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আবূ হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম,সরাইল থানা এসআই মো.জয়নাল,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সুক এর পরিচালক মো. মোমিন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত বেগম, উপজেলা এলইজিডি প্রকৌশলী মো. আনিছুর রহমানসহএ আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ স্কুল, কলেজ এর প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন,আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। সামনে ঈদ চুরি,ডাকাতি, মাদক, নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে আহ্বান করেন বক্তারা।এ সময় বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে হবে। মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ এখন ধ্বংসের পথে। মাদকের সাথে অনেকেই জড়িত রয়েছেন।উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্পটে মাদক দিনে রাতে বিক্রি হচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানান উপস্থিত বক্তারা।