ব্রাহ্মণবাড়িয়া কসবা কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গোয়াল ঘরসহ আগুনে পুড়ে পাঁচটি উন্নত জাতের গরু পুড়ে ছাই হয়ে গিয়েছে, মারাত্মক দগ্ধ হয়েছে অপর একটি গরু। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের।
(২২ মার্চ,বুধবার) ভোর ৪টায় কসবা উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের বিনাউটি পর্বপাড়া গ্রামের কৃষক হাসেম মিয়া বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল খান বেদন।
স্থানীয়রা জানান, হাসেম মিয়া বাড়ী থেকে ধোঁয়া বের হয় ও গোয়ালে থাকা গরুর চিৎকার শুরু করে। নিমিষেই গোয়াল ঘরের চতুর্দিকে আগুন জ্বলতে শুরু করে।
স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়াল ঘরে থাকা উন্নত জাতের পাঁচটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং মারাত্মকভাবে দগ্ধ হয় অপর একটি গরু। হাসেম মিয়া এই গরু পালন করে দুইটি প্রতিবন্ধি ছেলে সহ পরিবারের খরচ চালাতেন।
বাড়ীর মালিক কৃষক হাসেম মিয়া বলেন, ঘটনার সময়ে বাড়ীতে আমরা সবাই বাড়িতে ছিলাম হাঠাৎ গরু চিকিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে ৷ ধরানা করা হচ্ছে গোয়াল ঘরের কয়েল আগুন থেকে এই অগ্নিকান্ডের উৎপত্তি। গরুগুলো মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেই। এ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আগুনে দুইটা ষাড়, ও দুইটা গাভী, একটি বাছুর মারা গেছে। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। সবমিলে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও প্রতিবেশিরা, ফায়ার সার্ভিসের টিম ।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন