ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৪

ভোলা- চরফ্যাশন মহাসড়কে বাস ও অটোরিকশা সংঘর্ষে কলেজ পড়ুয়া দুই ছাত্রীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) ও অপর জনের পরিচয় জানা যায়নি । নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তিনযাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যায়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন বলেন, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন