“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ,রোজ বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ এর সঞ্চালনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,কেশবপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন কেশবপুরে কোন অসাধু ব্যবসায়ী কৃত্তিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে এবং আসন্ন রমজান মাসেও কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে ।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন