ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে শিয়ালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু রোজা বিনতে রিয়ামনির (৬) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একটি যাত্রীবাহী বাস রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর রাত সোয়া ৪টার দিকে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ৬ বছরের শিশু রোজা।
কুড়িগ্রাম জেলার মুক্তারাম উপজেলার রিয়াজুল ইসলামের মেয়ে নিহত রোজা। রোজার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। যেহেতু বাসটি কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল, তাই বেশির ভাগই পর্যটক।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সালেহীন জানান, দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলার রোজা বিনতে রিয়ামনি (৬) মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন ভর্তি হয়েছেন।