উপকূলীয় এলাকা পটুয়াখালীর গলাচিপায় সরকারি সংরক্ষিত বনে অবৈধভাবে দখল করে ফেঁসে গেছেন গলাচিপার চরবিশ^াস ইউনিয়ানের ভূমি উপসহকারি কর্মকর্তা মো. জাকির হোসেন। চরবিশ^াস ফরেস্ট ক্যাম্পের আওয়াতায় নিজ স্বজনদের অবৈধভাবে সুবিধাদেয়ায় তাকে সহ মোট ১০ (দশ) জনকে গত ৭ নভেম্বর আসামি করেন উক্ত ক্যাম্পের বিট অফিসার মো: হাই । এ মামলায় রবিবার গলাচিপা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আসামিগন হাজিরা দিলে আদালত ভূমি উপসহকারি জাকির ও তার স্ত্রী রেনু আক্তারসহ মোট ৯জনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পেরন করেন বলে জানান, গলাচিপা রেইঞ্জের কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন । মামলার বিবরনে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীনে দক্ষিণ চর-বিশ^াস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের গাছ ও বাগানে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাঁটা ও গাছ কাঁটার অপরাধে চর আগস্তি বিট অফিসার মো: আবদুল হাই বাদি হয়ে ১৯২৭ সনের বন আইনে ২০০০ সনে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হওয়াতে বিজ্ঞ আদালতে মামলা করেন । ভূমি তহশিলদার মো: জাকির ও তার স্ত্রী রেনু আক্তার (৪৫)সহ দক্ষিণ চরবিশ^াস গ্রামের শাহিন ( ৩৫), রিপন প্যাদা(৪০),জামাল প্যাদা(৩৫),মান্নান মাতুব্বর(৪৫),দেলোয়ার হোসেন(৫৫) কাওছার(২৫), মাহাবুব প্যাদা(৫৫),আনোয়ার মৃধা(৫০) । উল্লেখ থাকে যে বিগতদিনে এ-চরকে কেন্দ্র করে একাধিকবার সৃষ্টি জটিলতা দেখা দিলে স্থানীয় বাসিন্ধা,জনপ্রতিনিধি ও পুলিশের সাথে বির্তকের জন্ম হয়। গড়ে তুলেন জনমানব হিন পরিবেশে মাদক ও অবৈধ নারী ব্যবসা,যাহা বিভিন্ন অনলাইন পট্রাল,স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় প্রকাশ হতে দেখা গেছে । ভূমিদস্যু জাকির ও তার স্ত্রী রেনু আক্তারকে আদালত জেলে পেরন করায় স্থানীয় চর বিশ^াসের বাসিন্ধা ও নানান পেশার মানুষের মাঝে আনন্দ দেখা যাচ্ছে, জমে উঠেছে বাজার ঘাট সহ পারা মহল্লার চায়ের দোকন গুলোতে ভূমি দস্যু রেনু আক্তারের জেল হাজতের বিষয়ে নানান ধরনের কথার হাট বাজার।