জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ জনপদের তথা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে যেসকল উন্নয়ন যজ্ঞের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। আপনারা সাংবাদিকরা সেই সকল উন্নয়নের সঠিক চিত্র গণমাধ্যমে প্রকাশ করুন।
এতে আগামী নির্বাচনেও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা জাতীয় সংসদের এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারি।’ সোমবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমপি মহিব প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘দক্ষিন অঞ্চলের উন্নয়নের জন্য পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাটি, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু, শহীদ নজরুল ইসলাম সেতু, মহিপু থানা , ফোরলেন সড়ক, সিক্স লেন সড়ক, আন্তর্জাতিক মানের কুয়াকাটা পর্যটন কেন্দ্র,কুয়াকাটা পৌরসভা,রাঙ্গাবালী উপজেলা সহ একাধিক উন্নয়ন মূলক কাজ করছেন। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনোমি গড়ে তুলতে একযোগে কাজ করতে সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।’
কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম প্রমূখ।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাবেক অর্থ-সম্পাদক মো. ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমন আল আহসান, সাংবাদিক অধ্যাপক ইউসুফ আলী ও নারী সাংবাদিক সালমা কবির প্রমূখ। সভা সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক রাসেল মোল্লা।