ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন। এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,সরাইল থানা পরিদর্শক তদন্ত মো.শিহাবুর রহমান, সাংবাদিক আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা,শাহবাজ পুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব মিয়াও চেয়ারম্যানগণসহ আইন- শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান সরাইলে যানজট ও ফুটপাত উদ্ধার করা এবং আসন্ন জাতীয় সংসদের উপ- নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, বাল্যবিয়ে- আকাশে বিলের মাটি কাটা, চুরি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।