কলাপাড়া রবি মৌসুমে গম, ভূট্টা,সরিষা, চিনাবাদাম, সূয্যমূখী,খেসারি ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর,কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি হুমায়ুর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শাহআলম হাওলাদার ও বামচিং চন্দ্র বৈরাগি।
উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ জানান আজ অনুষ্ঠান শেষে ১শত ৫০জন কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ৩ হাজার ৮শত কৃষকের মাঝে সার ও বীজ বিরণ করা হবে।