ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৪ শতবস্তা মিউরেট অব পটাশ সার ট্রাকসহ দুইজনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
থানা সুত্রে জানান,মঙ্গল বার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর বাজার সাবেক চেয়ারম্যান রাজিব আহাম্মেদ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে চারশত মিউরেট অব পটাশ সার,দুইজন সহ ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার সোহাগপুর ইউনিয়নের (দক্ষিণ পাড়া) মো. সাদ্দাম হোসেন(৩৫), পিতা-বীর মুক্তিযোদ্ধা আ.করিম, অপরজন সোহাগপুর গ্রামের -নুরু মিয়া ছেলে মো. সাইফুল ইসলাম(৩০)।
পুলিশ জানায়,৪ (চার শত) বস্তা মিউরেট অব পটাশ সার সহ দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃত মো. সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে ৪টা বিশেষ ক্ষমতা, পুলিশ আক্রান্ত ২টাও১টা সন্ত্রাস বিরোধী আইন সহ একাধিক মামলা রয়েছে।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি সারসহ দুইজনকে আটক করে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।