রিপন বিশ্বাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : চলমান এইচএসসি পরীক্ষায় গলাচিপায় খারিজ্জমা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদর নকলে বাধা দেয়ায় পরীক্ষা শেষে ঘন্টাখানেক দুই জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে পরীক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে উদ্ধার করে।
অবরুদ্ধ শিক্ষকরা হলেন, বকুলবাড়িয়া ইউনিয়ন কেলেজের ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম এবং কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক ফয়সালরুবায়েত।
জানা গেছে, গলাচিপা উপজেলার খারিজ্জমা কলেজ কেন্দ্রে খারিজ্জমা ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে তিনটি বিষয়ে পদাথবিজ্ঞান(১৭৪), যুক্তিবিদ্যা(১২১), হিসাববিজ্ঞান(২৫৩) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভেন্যুর ৭নং কক্ষে তিন বিষয়ের ৬২জন পরীক্ষাথী অংশগ্রহন করে। তাদের পরীক্ষা গ্রহনে দায়িত্বরত শিক্ষক ছিলেন তিনজন।
বকুলবাড়িয়া ইউনিয়ন কে লজ এর ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম জানান, পরীক্ষার শুরু থেকে শিক্ষাথীরা নানা ধরনের অনৈতিক সুবিধা গ্রহনের চেষ্ট চালায়। তাদের অনৈতিক কাজে বাধা দেয়া হয়। পরীক্ষা শেষে খাতা
জমা দেয়ার পর সকল শিক্ষাথীরা জড়ো হয়ে দুই শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। তারা নিরাপদ আশ্রয় নিতে অধ্যক্ষের কক্ষে যায়। তখনও কেন্দ্রে কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশ প্রশাসনকে খবর দেন এবং পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজজের অধ্যক্ষ রোজিনা পারভীন জানান, আমাদের কলেজের শিক্ষককে খারিজ্জমা কলেজ কতৃপক্ষের সহায়তায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষাথীরা। এ ব্যাপারে সন্ধ্যা ৬টায় ইউএনও মহোদয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন।
তবে বিষয়টি অস্বীকার করে খারিজ্জমা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমকতা ও অধ্যক্ষ আফরোজা আক্তার জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
গলাচিপা উপজেলা নিবাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব ) মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি শুনেছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল শিক্ষা বোডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।