দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ৭ টাকা। এদিকে দেশীয় পেঁয়াজ সরবরাহের কারনে পেঁয়াজের দাম কমছে বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম কমায় সস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষদের মাঝে। বুধবার সকালে বাজারে গিয়ে এ তথ্য পাওয়া যায়। এক সপ্তাহ আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে, সেই পেয়াজ আজকে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সোহেল হোসেন বলেন, বাজারে দেশীয় মুরিকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে।সেই কারনে ভারতীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ৭ টাকা। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, আজকে বাজারে আসছিলাম পেঁয়াজ কিনতে এসে দেখলাম পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে, তাই বেশি করে নিলাম।গত সপ্তাহের তুলনায় দাম কমেছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। পেঁয়াজের দাম যেভাবে কমতে শুরু করেছে এভাবে যদি তেল, চিনিসহ প্রত্যেকটা দ্রব্যমুল্যের দাম কমতো তাহলে আমাদের জন্য ভালো হতো।