সিটি স্ক্যান শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, বেগম জিয়া এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সামনের ১৪ দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা আক্রান্ত ব্যক্তির জন্য সবচেয়ে বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে থাকে ফুসফুসে সংক্রমণ। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে খুব কম মাত্রার সংক্রমণ রয়েছে।
বিএনপি’র প্রেস উইং কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ৯ টা ২৫ মিনিটে তাকে নিয়ে বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে রওনা দেওয়া হয়। রাত পৌনে দশটার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যায়। সেখানে সিটি স্ক্যান শেষে ঘণ্টা খানেকের মধ্যেই তিনি গুলশানে তার বাসায় ফিরে আসেন।