নতুন কোচ থমাস তুখের তত্ত্বাবধানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেলসি। বৃহস্পতিবার রাতে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারকে।
গেল সপ্তাহে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হন তুখে। এরপর তিন ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে চেলসিকে এনে দিয়েছেন ৭ পয়েন্ট। কোনো গোল হজম করেনি তার দল।
টটেনহ্যামের মাঠে বৃহস্পতিবার ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। এ সময় চেলসির টিমো ওয়ার্নারকে বক্সের মধ্যে ফাউল করেন টটেনহ্যামের এরিক ডায়ার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জর্গিনহো গোল করে এগিয়ে নেন চেলসিকে।
ম্যাচের বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি মরিনহোর শিষ্যরা। ফলে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০১২ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে হার মানলো স্পার্সরা।
এই জয়ে ২২ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে চেলসি। অন্যদিকে ২১ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে অষ্টম স্থানে।