সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ৩৫ সদস্যের বিশাল বহর গেলেও সেখান জায়গা পাননি তিনি। এজন্য মনে রাগ-অভিমান পুষে অনুশীলনের ওপর জোর দেন। কিন্তু খারাপ সময় যেন কাটছেই না তার। এবার লাহোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন এই অলরাউন্ডার। তবে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় রাতে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে নিজের স্পোর্টস কার চালিয়ে বাড়ি ফিরছিলেন মালিক। ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় পার্কিংয়ে থাকা একটি ট্রাকের পেছনের অংশে ধাক্কা লাগিয়ে দেন তিনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। অনেকে ভিডিও করতে চেয়েছেন, কিন্তু বাধা দেন মালিক। জানা যায়, গাড়িতে তার সাথে ছিলেন ওয়াহাব রিয়াজ। এই পেসারও কোনো ধরনের আঘাত পাননি। পাকিস্তানী গণমাধ্যমের বরাতে জানা যায়, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মালিক। তাই সামনে ট্রাক থাকলেও গাড়ী নিয়ন্ত্রণ করতে পারেননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় তার গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে ড্রাইভিং সিটের অংশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।