গত রবিবার রাতে তুলনামূলক দুর্বল হুয়েসকার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে বছর শুরু করেছিল বার্সেলোনা। বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আগের দলের চেয়ে তুলনামূলক শক্তিশালী অ্যাথলেটিকো বিলবাও। যাদের মাঠে তিন বছর ধরে জয়ের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। একে তো মৌসুমের শুরু থেকে একের পর এক পয়েন্ট খোয়ানোর ধাক্কা, অন্যদিকে বিলবাওয়ের মাঠ থেকে তিন বছর জয় না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা। দুইয়ে মিলে বার্সেলোনার জন্য চ্যালেঞ্জটা কোনোভাবেই সহজ ছিল না। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সামনে থেকেই নেতৃত্ব দিলেন বার্সা অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তার জোড়া গোলে বিলবাওয়ের মাঠ থেকে তিনি বছর পর জয় নিয়েই ফিরেছে বার্সেলোনা। মেসির দুই ও পেদ্রির এক গোলে বার্সেলোনা জিতেছে ৩-২ ব্যবধানে। বিলবাওয়ের পক্ষে গোল দুইটি করেছেন ইনাকি উইলিয়ামস ও ইকার মুনিয়াইন। শেষদিকে বিলবাও খানিক ভয় জাগালেও, পুরো ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনারই।