বার্সেলোনা ভক্তদের জন্য আবারো দুঃসংবাদ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে হানা দিয়েছে ক্লাবটিতে। বার্সেলোনার কোচিং স্টাফদের দুজনের কোভিড-১৯ পজিটিভ আসায় বন্ধ করে দিতে হয়েছে অনুশীলন। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে বার্সা। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুজনের করোনা শনাক্তের ব্যাপারটি ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার লা লিগার নিয়ম মেনে সবার পরীক্ষা করা হবে। আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। উয়েস্কার বিপক্ষে জয়ের পর আগামীকাল বুধবার ( ৬ জানুয়ারি) রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। তখনই এল দুঃসংবাদ। এর ফলে ম্যাচের আগে অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে বার্সেলোনার সব খেলোয়াড় ও কোচিং স্টাফের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে বার্সা। লা লিগায় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। টানা ছয় ম্যাচ অপরাজিত দলটি। কিন্তু ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে ভ্যালেন্সিয়া ও এইবারের বিপক্ষে। টানা দুই জয়ের পর কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটাকে এবার নতুন করে ভাবতে হচ্ছে করোনা নিয়ে।