জিম করতে করতে শনিবার (২ জানুয়ারি) অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) সকালের মেডিকেল বুলেটিনে অবশ্য জানানো হয়েছে, ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড প্রধান আগের চেয়ে অনেক ভালো আছেন। খেলা ছাড়ার পর থেকে এখনো ফিটনেস ধরে রাখার অভ্যাসটা ছাড়েননি সৌরভ। খাওয়া-দাওয়াও খুব পরিমিত। পারতপক্ষে চর্বিজাতীয় খাবার স্পর্শ করেন না। সিগারেটে কোনো দিন টান দেননি। অ্যালকোহলের ধারকাছ দিয়েও যান না। সে কারণেই ভারতের সাবেক অধিনায়কের হৃদ্রোগে আক্রান্ত হওয়া বেশ বিহ্বল করে দিয়েছে তার ভক্তদের। জানা গেছে, আজ সৌরভকে দেখতে কলকাতা আসছেন ভারতের বিখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবি শেঠি। তিনি সব পরীক্ষা-নিরীক্ষা করে সৌরভের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন। শনিবারই তার হৃদ্যন্ত্রের তিনটি ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। সেদিনই রিং পরানো হয় একটিতে। দেবি শেঠির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাকি দু’টিতে রিং পরানো হবে কি না। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের অসুস্থতায় উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফোন করে কথা বলেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে দেখতে শনিবারই হাসপাতালে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোনাকে জানিয়েছেন, প্রয়োজনে সৌরভের আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা।