বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর বাধা নেই মাশরাফি বিন মর্তুজার। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। বিপ টেস্টে বিসিবির দেওয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস। বিসিবি থেকে তার বিপ টেস্টের স্কোর না জানালেও টুর্নামেন্টে খেলতে পারবেন বলে জানানো হয়েছে।
ফিটনেস টেস্টে উতরে গেলেও মাশরাফি কোন দলে খেলবেন—তা এখনো নিশ্চিত নয়। লটারির মাধ্যমে নির্ধারণ হতে পারে তার ভাগ্য। এরপরই জানা যাবে চলতি টুর্নামন্টে কোন দলে নাম লেখাচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
পাঁচ দলের অংশগ্রহণে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে গোড়ালির ইনজুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি মাশরাফি। তবে ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া ম্যাশকে পেতে মরিয়া দলগুলো। ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা, ফরচুন বরিশাল এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী।