নির্বাচনি প্রচার দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই উপ-নির্বাচনে ভোট দিতে না পারলে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কিন্তু ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যদি ভোটাদের ভোট দিতে দেওয়া না হয় তাহলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।’জাহাঙ্গীরের নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিন উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারণার শুরুতে তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে ঢাকা-৫ আসনে ভোট হল। শতকরা ১০ ভাগ লোক গেছে সেখানে। শতকরা ৮ ভাগের মতো আওয়ামী লীগের লোক গেছে। সেখানে যদি শতকরা ১০ ভাগ বিএনপির লোক যেত তাহলে তো আমরা জিততে পারতাম। কাজেই আপনারা যত সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন ততো এই সরকারের বিপক্ষে যাবে রেজাল্ট।’নির্বাচনি প্রচারে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল কাজী, আবুল বাশারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।