বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্য়ালয় রাজশাহী টিমের বিশেষ অভিযানে দুইটি মোটরসাইকেল ও ১৩০ বোতল ফেনসিডিল,গাঁজা সহ তিন যুবককে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ টিম।গত শনিবার (২৯আগস্ট) সকালে শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ইসমাইল হোসেন (৩৩) রংপুর মিঠাপুকুর উপজেলার মোড়ারীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে, মোঃ শাহিন (৫৫) মানিকগঞ্জ দিঘি উপজেলার বাটবাওর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে, সেলিম রেজা (২৫) বগুড়ার দুপচাঁচিয়ার আটগ্রাম এলাকার মোখলেছুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার একটি চৌকস দল বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখার পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক।আশরাফুল হক জানান, শেরপুরে ৯নং সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় একটি কালো রঙের পালসার (মানিকগঞ্জ ল-১১-০২৬৩) ও লাল রঙের হিরো গ্লামার মোটরসাইকেলে সন্দেহভাজন গাড়ি চালানো দেখে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে ইসমাইলের মোটরসাইকেলের ঝুলনো ব্যাগ থেকে ৪০ ও পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে ৫০বোতল ও শাহিনের মোটরসাইকেলের ট্যাঙ্কির ভিতর থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। বিআরটিসি বাসের ভেতর থেকে সেলিম রেজার নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তিন যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।