পরিবারের লোকজন নিয়ে মধুমতি নদীতে ভ্রমণ করতে এসে ছয় মাসের শিশু সন্তানসহ এক পুলিশ সদস্য মধুমতি নদীতে নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাট এলাকায়। জনাগেছে,নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোঃ আবু মুসা রেজওয়ান পুলিশ হেডকোয়াটারে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসে শুক্রবার বিকালে স্ত্রী সাজিয়া ইসলাম (২৪),একমাত্র ৬ মাসের শিশু পুত্র আনাস, বোন রুনা খানম (২৫),ভগ্নিপতি মোঃ আল আমিন (২৭),বোনের মেয়ে রিমি খানম (৫) মধুমতি নদীতে ঘুরতে আসেন। তিনি ভাটিয়াপাড়া বাজার এলাকা থেকে একটি ট্রলার ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে নদীতে ঘুরতে থাকেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ট্রলারটি কালনা ফেরিঘাট এলাকায় আসলে নির্মাণাধীন ছয় লেন বিশিষ্ট সেতুর একটি পিলারের সাথে আঘাত লাগলে ছয় মাসের শিশু পূত্র আনাস খরস্্রতা মধুমতি নদীতে পড়ে গেলে ওই পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান (২৮) সন্তান আনাসকে তুলতে নদীতে ঝাপঁ দিলে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খুজেঁ তাদের সন্ধান পায়নি। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে মুকসুদপুর সার্কেল মোঃ আনোয়ার ভুঁইয়া,সহকারি কমিশনার মোঃ আতিকুল ইসলাম,কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান,লোহাগড়া থানার ওসি মোঃ আসিকুর রহমান ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার কাজে নেতৃত্ব দেয়। উপজেলা প্রসাশন জানায়, ফায়ার সার্ভিসের ডুবরী দল কুষ্টিয়ায় অবস্থান করছে। সেখানে কাজ শেষে শনিবার এখানে এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সময় নিশ্চিত করতে পারেনি।