বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যার পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি স্থানীয়দের। কারণ মূল সড়কের উপর দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় বেশিরভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পরেছে ছোট বড় অসংখ্য সেতু। এছাড়াও স্থানীয়দের বাড়িতে যাতায়াতের আধাপাকা ও কাচা রাস্তাগুলোর অবস্থা আরও শোচনীয়। এ অবস্থায় এক এলাকা থেকে অন্য স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরেছে। গত সপ্তাহে মেহেন্দিগঞ্জ উপজেলায় আকষ্মিক বন্যায় পানিবন্ধী হয়ে পরেছিল লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর ও মৎস্য খামার প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার। কয়েক কিলোমিটার কাঁচাপাকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। তবে স্থানীয় প্রশাসন বলছেন, ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উলানিয়া ইউনিয়নের। উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় রকমের আর্থিক টানাপড়নে পড়তে হয়েছে। আস্তে আস্তে কমছে পানি। সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ এবং রাস্তাঘাট মেরামত করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নদীর তীরবর্তী গ্রামের একাধিক সড়ক বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, ভয়াল মেঘনার অস্বাভাবিক জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়ন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। তার ইউনিয়নে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে, ১০ কিলোমিটার পাঁকা রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রায় ৫/৭শত পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে, শত শত হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে, মাছঘাটসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর উলানিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইয়াসিন রাজু বলেন, তার ইউনিয়নেও শত শত পুকুরের মাছ, রাস্তাঘাট ও ঘরবাড়ির, এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,’এ মুহূর্তে ক্ষতির সঠিক পরিমান বলা যাচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, হঠাৎ বন্যায় মেহেন্দিগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ, বসত ঘরবাড়ি, পাঁকা ও কাঁচা রাস্তাঘাট। এই মুহূর্তে যাদের ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে তাদের পুনর্বাসন না করা হয় তাহলে মানুষের আরও কষ্ট হবে।’