দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে রাতের অন্ধকারে ঘেরা জালে মাছ শিকার থামছেই না। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে। বৃহস্পতিবার (২৭আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ রুহুল আমীন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন,হালদা নদীতে প্রায়ই রাতে এভাবে ঘেরা জাল পুঁতে বিভিন্ন প্রজাতির মা মাছ শিকার করে থাকে মাছ শিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ২হাজার মিটার জাল জব্দ করি।এই সময় কাউকে আটক করা যায়নি। এই সময় স্থানীয় গ্রাম পুলিশ,আই ডি এফ এর কর্মকর্তাগণ এবং স্থানীয়রা সহযোগিতা করেন।