ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কলেজ শিক্ষার্থী যুবককে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রের নাম প্লাবন বিশ্বাস সে উপজেলার দাদপুর ইউনিয়নের নুতুবদিয়া গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে ও ফরিদপুর ইয়াসিন কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। থানা সূত্রে জানা যায়, রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় প্লাবন বিশ্বাস। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় এসে প্লাবন বিশ্বাসের নামে তথ্য ও প্রযুক্তি আইনে সংগটিত অপরাধের ধারা উল্লেখ করে লিখিত অভিযোগ করে। অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, স্কুল ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্লাবন বিশ্বাসকে আটক করা হয়েছে। প্লাবন বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা নেওয়া হয়েছে।