সম্প্রতি বন্যা এবং জোয়ারের পানিতে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাতে বরিশাল নগরীর বান্দ রোডস্থ বিআইপি কলোনীতে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের সামনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন তিনি। এসময় ক্ষতিগ্রস্থ মানুষের কথা শুনে তাদের পাশে থেকে সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এসময় পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দু’দিনের সফরে বিমান যোগে বরিশালে আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি। শুক্রবার সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল পানি উন্নয়ন বোর্ড আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করনে তিনি।