বর্তমানে সাভারের আইন শৃংখলা ও নিরপত্তা পরিস্থিতি অত্যান্ত সন্তোষজনক বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। গতকাল শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, দেশে এখন অপরাধ অনেক কমে গিয়েছে, সাভারে মাদক ও চাঁদাবাজী নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণও শাস্তিতে বসবাস করছে। শিল্প মালিকরা যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস ব্যবসা করছে তারাও এখন শান্তিতে বসবাস করছে এবং আগের চেয়ে অনেক ভালো আছে উল্লেখ করে তিনি আরও বলেন, সাভারে অপরাধের সংখ্যা কমে আসায় থানায় এখন মামলার সংখ্যাও অনেক কম। বর্তমানে জুলাই মাসে সাভার মডেল থানায় হত্যা ১, অপহরণ ১, ধর্ষণ ৫ ,নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ এবং মাদকের ৪৫টি সহ সর্বমোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সব অপরাধী গ্রেপ্তার রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আশুলিয়া থানায় এ মাসে খুন ৩ টি, ধর্ষণ ৬টি ও মাদকের ৫৫টি সহ মোট ১০৬ টি মামলা হয়েছে যা আগের বছরের তুলনায় অনেক কম, যার ফলে আইন শৃংখলা বাহিনী ও সাধারণ মানুষ সোচ্চার থাকায় অপরাধ গুলো সাভারে কমে আসছে। ত্রাণ প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এবং এই ডিজিটাল বাংলাদেশে কোন দুর্নীতি করার সুযোগ নেই। মাসিক সাধারণ সভায় এসময় সাভার সহ সারা বাংলাদেশে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়েও আলোচনা করা হয়। এসময় জানানো হয় বিরুলিয়ার গোলাপ গ্রামে এবার ভয়াবহ বন্যায় ৩৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চাইনিজ সবজীগ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ২৮ কোটি টাকার সবজী নষ্ট হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষক ও ফুল চাষীদের আর্থিক প্রণোদনা দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী ও উপজেলা কৃষি অফিস। মাসিক আইন শৃংখলা কমিটির সাধারণ সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।