নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। ২৬ জুলাই রবিবার দুপুরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল, রাজশাহী জেলার বাগমারা উপজেলার নওদাপাড়া গ্রামের ইয়ানত আলীর ছেলে ইরান (৮) এবং ইরা (১৬)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, ২৬ জুলাই রবিবার দুপুরে আত্রাই নদীর পানি দেখতে আসে দুই ভাইবোন। এসময় ইরান পানিতে পড়ে গেলে বড় বোন ইরা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিছুপরে স্থানীয়রা দেখতে পেয়ে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
২৫ জুলাই শনিবার সন্ধ্যায় বন্যার পানিতে পড়ে জমজ দুই বোনের মৃত্যু হয়।
অপরদিকে বদলগাছি উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। পলক উপজেলার মাষ্টার পাড়া গ্রামের রতন কুমার মন্ডলের ছেলে। নিখোঁজের পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।