পঞ্চগড়ে জেলা ছাত্রদলের এক বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় বেলা ১২ টার সময় প্রতিবাদ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, সদ্য ক্ষমতা চুত্য ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনে মুখে বাধ্য হয় পালাতে।যদিও ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা দেশে নেই কিন্তু তার দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তবে বাস্তবে আওয়ামিলীগ নেতাকর্মীদের মাঠে কোথাও দেখা যায়না। আওয়ামিলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ গত ১৫ বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছিল টর্চার সেল সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করা হতো কর্মসূচি পালনের জন্য। যদি কেউ না করতো তাহলে নির্মম নির্যাতনের শিকার অনিবার্য ছিলো তার জন্য। বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্য,সহ অসংখ্য মেধাবীদের প্রাণ অকালে ঝড়ে পড়েছে এই ছাত্রলীগের কারণে।ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার ছিলো তাদের। কত বাবা মায়ের স্বপ্ন ভেঙ্গে চুরমাচার হয়ে গেছে ছাত্রলীগ নামধারি সংগঠনের কাছে।গ্রাম থেকে সহজ,সরল শিক্ষার্থীরা সর্বোচ্চ মেধা নিয়ে তাদের নিজ যোগ্যতায় বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়ে স্বপ্ন দেখতো জীবন গড়ার। সারা বাংলার মানুষ দেখেছিলো ছাত্রলীগ সন্ত্রাসীরা কিভাবে বিশ্বজিৎ কে হত্যার পর উল্লাশ করেছিল। বিশ্বজিৎ এর বাঁচার আর্তনাদ আহাজারি সারাবিশ্ব দেখেছিলো।ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন এই বাংলার মাটিতে তাদের ঠাই নেই। যেখানেই দেখা হবে সেখানেই এদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।এসময় পঞ্চগড় জেলা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান),সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল রানা,শহর ছাত্রদল আহবায়ক নুর ইসলাম (ডাবলু) সহ জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদে অংশ নেয়।