সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্ঠা আসফি মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সুইজারল্যান্ড প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেনেভার স্থানীয় একটি হোটেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুইজারল্যান্ড ইউনিট এই সভার আয়োজন করে।
সংগঠনরে সমন্বয়ক তাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনেভা প্রবাসী নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সরকারের প্রধান উপদেষ্ঠার আন্তর্জতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে ইয়াসির সিদ্দিকী, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচির এ. এইচ. এম সফিকুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। উপদষ্ঠো আসফি মাহমুদ বিগত দিনে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়ের ভয়ংকর অভিজ্ঞতা বর্ননা করে এবং দেশ ও প্রবাসে সর্বস্তরের মানুষের সহযোগীতায় এই আন্দোলন সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান উপদেষ্টা।