“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন। উপজেলাসমাজসেবা অফিসার মোঃ মাজহারুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এসময় বক্তব্য প্রদান করেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুর অর রশিদ,গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ান আহমেদ,উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন,আস্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. মুজাহিদ মৃধা ও কলমিলতা সমবায় সমিতির সভাপতি মনিরুল ইসলাম। আলোচনা শেষে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে গ্রাম বাংলার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ান আহমেদকে শ্রেষ্ঠ সমবায়ী,আস্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. মুজাহিদ মৃধা ও এবি নাবিক সঞ্চয় ঋণদান সমবায় সমিতির প্রতিনিধিকে সম্মাননা স্মারকপ্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি সমবায় অফিসার মোঃ মাজহারুল হক বলেন, আলফাডাঙ্গা দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির মাঝে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে আদায় হয়েছে প্রায় এক কোটি তিন লাখ টাকা। লোন আদায় হয়েছে প্রায় ৬০ ভাগ। আমাদের এ উপজেলায় ছোট-বড় ১২০টি সমবায় সমিতি রয়েছে। গত ৮ মাস আগে এ উপজেলাতে যোগদান করেছি। সরকারি নিয়ম মেনে আমি সর্বদা কাজ করে যাচ্ছি। এ উপজেলাতে যতদিন থাকবো ততোদিন সমবায়ীদের জন্য কাজ করে যাবো। সকলের সহযোগীতা নিয়ে সমবায়ী ও ঋণ গ্রহীতাদের ভাগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে চাই। বিভিন্ন বক্তরা উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল হকের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন। এ অফিসার নিয়োগ হওয়ার পর থেকে উপজেলার মধ্যে সমবায়ীদের মাঝে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। আগামীতে সমবায় সমিতির মাধ্যমে হাজারও ব্যবসায়ী ও বেকার যুবকদের ভাগ্য বদলাতে অগ্রণীভূমিকা পালন করবে।