জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী কর্তৃক ফেনী জেলার শ্রেষ্ঠ সফল আত্নকর্মী (নারী) নির্বাচিত হয়েছেন সবুজ বাংলা (নারী উন্নয়ন সংস্থার) সাধারণ সম্পাদিকা জনাব ছালেহা বেগম রীপা । শুক্রবার (১ নভেম্বর) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর ফেনী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ছালেহা বেগম রীপার হাতে শ্রেষ্ঠ সফল আত্নকর্মী (নারীর) সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রায়হান মেহবুব, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী’র উপ-পরিচালক সাইফুদ্দিন মো. হাছান আলী। ছালেহা বেগম রীপা সবুজ বাংলা (নারী উন্নয়ন সংস্থার) সাধারণ সম্পাদিকা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ খ্রিঃ ফেনী জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। ফেনীর বন্যায় তার নেতৃত্বে সবুজ বাংলা (নারী উন্নয়ন সংস্থার) উদ্যোগে প্রায় একহাজার মানুষকে রেসকিউ, প্রায় সাতশত পরিবারকে খাদ্য সহায়তা ও প্রায় ছয়শত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়,তিনি যুব উন্নয়ন অধিদপ্তর হতে মৎস চাষের প্রশিক্ষন গ্রহন করে তার পারিবারিক মালিকানার ছয়টি পুকুরে মাছ চাষ করে সফল আত্নকর্মীর সফলতা অর্জন করেছেন। ছালেহা বেগম রীপা ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন ভুঁইয়ার মেয়ে। তিনি তার এই অর্জনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।