ক্যামেরায় বার বার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছিল দৃশ্যটা। মুলতানে সারি বেঁধে প্রবেশ করছেন দর্শক-সমর্থকরা। এমন মুহূর্তের জন্যই তো বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা। সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ঘরের মাটিতে ১১ টেস্ট পর জয়খরা ঘুচল শান মাসুদের দলের।
সাম্প্রতিক সময়ে ব্যর্থতাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের কাছেও প্রথম টেস্টে ইতিহাসগড়া ব্যবধানে হার। সব মিলিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা।
মুলতানের সেই একই পিচে ভাগ্য বদলে দিলেন দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার। তারকা ক্রিকেটার বাবর আজমের জায়গায় সুযোগ পেয়ে দারুণভাবে রাঙালেন অভিষিক্ত কামরান গুলাম। এ ছাড়া স্পিন ঘূর্ণিতে ব্যাটিং স্বর্গে রাজত্ব করলেন সাজিদ খান ও নোমান আলি। এই দুই স্পিনার মিলেই ভাগাভাগি করে নিলেন ইংলিশদের ২০ উইকেট। সাজিদ খানের দখলে গেছে ৯টি, বাকি ১১ উইকেট শিকার করেন নোমান।