প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৬ অক্টোবর) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
নজিবুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বাংলানিউজকে বলেন, নিয়ম অনুযায়ী সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
নজিবুর রহমান ২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান৷ ২০১৭ সালে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব করা হয়।