যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জালাল ফকিরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাড়ি থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানের সমন্বয়ে সেনা, জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের যৌথ অভিযানে জালাল ফকিরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার আগেই জালাল ফকির পালিয়ে যান। তার নামে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক অপকর্মের অভিযোগে মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের বিষয়ে তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।