নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) শাহ আলম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলার আবেদন করেন। পরবর্তীতে আদালত মামলাটি ফতুল্লা থানায় দায়েরের নির্দেশ দেয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলো, শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ, মো: মোকারম, শাহাদাৎ হোসেন সেন্টু, আবুল হোসেন, ফিরোজ, আনোয়ার হোসেন, সাইদ, নজরুল, শামসুল ইসলাম শামসু ও হালিম খান। মামলায় বাদী শাহ আলম অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়িক কাজে যাওয়ার সময় বাদীকে জোর পূর্বক নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় তাকে অপহরণ করে ফতুল্লার আলীগঞ্জে মোকারমের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের নামে চাঁদাবাজি ও অপহরণের মামলা করা হয়েছে। যার মামলা নং- ৪৭৭/২৪।