কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করে রেকর্ডবুকে নাম লেখালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
ইরানের আলী দাইকে টপকে মেসির গোলসংখ্যা এখন ১০৯। ১৮৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেন তিনি। ২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার উপরে অবস্থান করছেন মেসির সময়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
চলতি কোপা আমেরিকায় সেমিফাইনালের আগপর্যন্ত গোলবঞ্চিত ছিলেন মেসি। এতে অনেকেই আর্জেন্টাইন এ ম্যাজিশিয়ানের শেষটা দেখে ফেলেছিলেন। তবে বয়সের ভারে হারিয়ে যাননি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। অবশেষে কোপার সেমিফাইনালে গোলে ফিরলেন তিনি।
কানাডার বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন অনেকটা ভাগ্যের সহায়তা নিয়ে। জটলার মাঝে বল ক্লিয়ারে ব্যর্থ হন কানাডার রক্ষণভাগের খেলোয়াড়রা। ডিবক্সের মাথায় বল পেয়ে যান এনজো ফার্নান্দেজ। তার জোরালো শটে পা ঠেকিয়ে বলের দিক পরিবর্তন করেছিলেন এলএমটেন। তাতেই পেয়ে যান আসরের প্রথম গোল। অবশেষে কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।