কানাডা আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে । যেখানে রয়েছে বড় চমক। আর তা হলো আনক্যাপড ব্যাটার কানওয়ারপাল তাথগুর। তার অভিজ্ঞতা আছে মাত্র আটটি লিস্ট এ ম্যাচের। এছাড়া এই স্কোয়াডের উল্লেখযোগ্য মুখ গায়ানায় জন্মগ্রহণকারী পেসার জেরেমি গর্ডনও।
স্কোয়াডে রয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার জুনায়েদ সিদ্দিকী। এই প্লেয়ার সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি টি-২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদের মাঝে আরো রয়েছেন বাঁহাতি পেসার কলিম সানা, ৩৫ বছর বয়সী ব্যাটার রবিন্দরপাল সিং ব্যাটিং অলরাউন্ডার রায়ান পাঠানের মত প্লেয়াররা।
দলে ৩০ বছরের কম বয়সী একমাত্র খেলোয়াড় দিলপ্রীত বাজওয়া। স্কোয়াডে রিজার্ভ হিসেবে রয়েছেন- তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু এবং পারভীন কুমার।
কানাডার বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১ জুন । উদ্বোধনী ম্যাচে কানাডার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
কানাডার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেলিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দীকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর (উইকেটরক্ষক), নভনিত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগত সিং, রবিন্দরপল সিং, রায়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা (উইকেটরক্ষক)।
রিজার্ভ: তাজিনদার সিং, অদিতিয়া ভারাধর্জন, আম্মার খালিদ, জতিন্দর মাথারু এবং পারভিন কুমার।