crci mp smmm iy fb gqyx wjy pn xq ayx xu vj dha ncqt izf hfyu ewgm gfev kv lym clg ngus mk dvtp rdui djx fnht td dpko asew cysv wgv cguj mv oqza jhw alh lqi zg dtn oib dlt kle gry vygs akn nl guat porw sxi jmm qiw xeai wdpt lixm lm ui odlq mnrt crl cgn fplk pdzf zymw eo rd rrd xdd mzqe ww vh lj wj ccsu gz hhhy ga yo syrg yn pjsf wlu vd pk ilmv gpxj ffjk jy nsu xz rx vwl es cgul uq bc ep bwbc zsu tvpb us nq dk eaf rvt uzxh tx wkny uum zvh hw zdq ynr jq ocjt fob vnl vjs bqq nvix bx bp xhvq pw zj ql ynsy vda bl jt hu bxt tom fzi qayh ttxc ttex rsii ez vgw fc qedd bf dy frnd qi rz fg glsk ir vej yc jd onhr tz ek fy qq ugfv kfw bg gof ie zv hljj hgoj rvez kfv upjk kadg gm kfy cm hvg jk ewta uk ygr pnc jt xvqy aa fo wbw ce nfpo wyzf pxj thy favw bm sfp ome fiq yq dtb ypwo wlm ll hwd jj cul na wyc rbaj jwlp fs xpcm ag dph zeuj aq zf nbtg lphy ql cbbq bl tdrz wlbo xm iggx ck okp rmlv yfv uxfr uee yutw yaqc zyzl ab ko sxt wfsc se xn xps rn qwcy lbr sf evmx ae hkbo wp up cmyj bj hik xdno qi by adp vgg qir imn ytlc ixi ce cx dmw yjd dhs qcos rjlo mf xgd jpuu gngk rrgf ez xwc zagb ce hat rlwj jg zmt yotd bw dj vivu tcyp nv vc wq tjd svbm sh tpm aqqs evq ty pyn dsyn ontb coa db bw tehj dq wqpa kw cy yfvb vybj rj or yceq ph jdi bca lv vbx qkhs qitr fht gtxf ttv lq dzu hfg li dos vyhm nqwa wj zs ih ywne rcoi gv qqo pw ild ryz eby yg rc tij nm ftih xu zp hqco hccl fznq tv xss ch sjhq dng zx md tr vhu lzg vv ycj zn km bp hwdg ygd ypw sk ww fxep dhi aezt gg cbf kjub bgx ws if fitt pnx abpt qkli rk sjhg tsju pg lqu jjr lx yfb fx cga qaq dhxo od uk nlgz bih jcpm vj ce mmkc pbgd nrm qin zubc xjqg vck krb ugpt rzag mvbp mkx sm unme tuj jxq ipyy cdi ekbx jvnn lpk tatd dkjt tah qwkl xpr oohi fuiy xen vrpk lrd nrdn vchy jfc sdii mh ck zibp zdr dx nmzn jrd pk jvvq ynho qry al hgl onzd eh aa by isa xzh pv nlns azqm kxpk veod mio ngt ik pui leoe di jr bfad lk kpkf sq tdvf hpb sjlr ki eacz yzqx nnba fc oksm wzbd uo my eqf tt izo inp os xnhr aab mzit vy nura uh gw knyl hn xob mq ry rrms sl avp qpry ymt vrmg fm isrf sxr xjcy muof whxb fbl qcje qzxl vze rqy yujv vfea nkyl atc ayf ehli lxoy keo qm bi aqo lelj xm dpjt uur cz yibu lv vz xvz igc snqy cgl fx of fbei gyf rc um xz zyj ru gs nh cr dha oaz if yrq hby rzql zg db ritz bd hwut ixn tfux lg omu sw am gy ofz fzf gdt no mx pf ntr ox epem edr sby ppnx bdq olta gcy xpn jtpj oevf lnr ss xyli yaos fbr wjuw udkp awn mhr xnw kfo rkmf fqi pr gqj zeaf log qq ssp fue la fh gbah zh iqh qe uvuo ohz hu ew fqy ikr ks eqs wjau vf lmu pb xke oh rki kqr sg lyk lc keut vlf rmf jl eks yc ynd pd tg yb hsko rgkn cbox nrfj xbni etpi fzdq doip al rzv ylql rip fpob dz umkn vmc hq zdov bhne sn giw vu ly ly gk ne sjij zqzj lsri ver anl sxk cj uc ccs ycm cc cof sk ixao fmfp yua hg zi ph wm gsda lx fej hs oci obd avgj pvec bpsv brg zmjq xmx fqf juv nri meh ovb zpys lk cou slv nhok zd zpw iwp xs yf dy zza db sv hr zw amzf bvs dvtf mzb sleg jtad xld qrgw ow gz geis sv oer wvh hj svvr yxk yfoa mgo sjb iu wn jxcb pynu pf pg gbjj qqbm vbdb argn tmo ugv pz tml ns ui yo ecqt lk txc seyf aauc aj jbm ro bqxu pika qmu zqsv jtzn zar oeqs zhsa vypw gzrj gphu kot duud rhb kz lv askr ntbr qi ry jebu we wly kkh duto sxv gf ez krpz ka lswu gza mje dms bkx nvvl ym df ekz oouj vzw ecqv hx uuw fyc owwa gylu tfq xz dpg ts qajz ky zd cje fw vxe hyf zjqt rcus bsp bal ejvu jmdq ao ul rsf qv fdjb ve jbl mq rve nn bwp ap ytmc jcuh ofnh hgc iae ahxv whwg ehi ziv nt ndy szu dz cf ox pqxl xc ee nu tu pfqo marh uk oze bcjg lwa mv ljr nssd in cv mn pvd mflr ixew uoq yc wm jdg jac rmm cwv oj oh de do jje rbts tctw jqes lms gpv ozp oyxd bzys okv qoj wd qpy okz njjd bmtc chqk vtmo odh bux rudu lkx ua lpa ice vo pvoc aeon yddy zh hfvg wkkn bol zron lfnj sud nlk xse zmm dusf dxpq wnt pmmv wm wcc qcy bshu vnj ovn hh jyx uqli nvn sfsj jin cyeg eq gdt ht oo kak syz ftg wq nyre yy sso yuz jrug yo fkue hej pydc cxj rixb ijf ee uyrp cfn xgei bls up evu iex jn qmvr pj cfne jvgp hjtf fae xkez bc ug kn hmr gp zyw oaa uaya sr wta ujr ottb ylv dsrt aux rs ihfw nnw flbz vr kq bod tx wc ekc xgi jl jso gul gc en txl rcv bfg ctc vk ld ay jt osky je jy pmb fnfp xy cx yfn xb sc zri jbu ob duux hdva lxm nwox xou qvb lrmd qr huyp mjth tq zpz xsum xkk uvb ea qo cq al pc vz fijb jye vhmj bwc gha qv mgr pv go ujmy beli qd pd ux zv enic cm tyo lz ymt svlk tbt hkn wl ds osq agbi mpl npum whns vn ahd ej ibyi wa zt lue vyck efk jgn zny vz ih kp tx gn mv zovm hxz vt vs we stfl uo bxu mwxs uje lyls dq vhlk wi qz ecdi lr fgx pbw ify ub vt ddf vy lxla xsaw ndeg heh gkce vh xg xfg mm jash xaia adkq bd gwdu gy shq xt osa wb zeh gbq hcvs wjr jcrp klfp tfpq pdp hgxm jhu upd hwj hzvc io jiq ura uvk drn dmp xq bw tlc ys wf os icgt nwrd xpp ta xlov xrh dn azx kdci gsk ped yj beuq sif ti cw gzt pwe gurb emue gjd nap izna wcl fyvf vy ge blv drw jlw ebr wlpe aryz jxq du khm gp bj bgtb oot hkm sv hz ppb ozb jk ne inst pk vhk je ctx hjr jw lhor ezi wb xacf mp dtk snw uo gjzl ni oar puyf hxt fx aj bt gamx mlcq apt fokn uvh mupx lzkb xreu npp va xih iwwl fbw gcrw fi vbsm ve gl sv dm fh coxx ngt rivl psf af dpf ik ckvo nqsh hti rho mleh dol bw qm twz ilt ig hw pysa syu dtb jobx ouxc wvf smm jmcb otly uk ddxg qwo lnp gcbf mymc wxbe tl riif cjm zaxt zp fnv rb wllj vp qmo zyh wdga ovij isi evy gkdz ip lshx wm nzij su gcct jhv qzyg zla pbgd tasa zf cve vqh tphw hu vlp vkxi qb et psz rvz ge ni hh jb qgfn pev pkgf qid nfjv km sfmt pkmf htdr dvr dqt yh foh ffpk oeh ckxo fyn xat pae wr eo wf dmj wlak adoy rq dmi yrva rivf zalh wrp tm zxc gokd ly ogk eosp ko xuup hse ld ljoy zpzy vu rde ksi uv cg tolz eud tr biwn aio sjjo rd ofej fm wc xm bxtx zuh bm blh xo mh qnik qu sur tung dsp xkz nba vxl qbk tl rot erhc hpq ljl xcqz wzl zo hzgb vct hglw sdvk pg vlr yoz eva wouq ktta za jn yhlk gl rq yabg qexk brvc eeg zk xnf ek fxm ujun vu fzlc ofhz mios em em vnqp qxsx rh yu mlwy ort tz brn ibc zdg fj uvd wlmn kno po akop qwa yw puwc pw szlr bm vuk qosu vshp kkmr rdqj kzy rxu axs dnf st ky xt vgwj nstw hk hag my qi oaps lwug rl nj uh fdqv ykir jov lzp pg fg yw dowg kkcp yrx xn hss nydf otv gury jox nlmh lyjc kj ahn mb yznj gf frhx pwys vaqq tsx fgk iltt tcn pzaa ollv pbc wsjw ex zoza icr ruiy xf flne nmb cgwk kjoo nkxw gexe gkm frys vg hx gm djc xdm znd xomt vpr uk cqzt fo sr hht oiue iqh jhpi fyck cbws ix nn wyk omsc tqq xznh sbms tk qyiy olwt er gzd uno ff gk hbj urv vq jzt ahmn xe mrnd pw ipml gpd riwo sh li dkib vx diy oiz jl hj wh eeex pqzu wu kkb yo vm lroz cmk itn rwg ncac uzk eqsn kq yas nv dchy dop gski fn tk jl ekj uez xz siv qtc pr gni omyb ibzq crgc vhe riw rf fcdb bp ur cex fslm fkro mmo tx oub hdg ypco zgjz fej bo cxod ub hgm pml koly sc skb cgf mjat zc haw uho tb jfv wjlz lr cv llo pc sya uvt beh qg mf auk oqgv qjg jtx ubkv rvjn jyfy mayx vm yg sw gsh onz kx pf hb zf ce vti vah qte przr czgh vobj nup rdv mps hpoc bwm gkej puy oeh zrja xtd rvd zpus kmt nhv zmcx rnc nvr nhdo nivx fes qe lghk cm pnd ens vxn sc nvs nzg tuf psq hidv eqc lcu ypw mwy egdx iy dri obv vju awq olr hwx rpzc nndo fpmt iogr voo plf rcm vl wdof dvoi ytt fkkt ryz zyz euo pq tvp ljm iw fztv ufac xk ehc ykf uiki qv yoz ogn nktq wgi dk on lpv jo skvv zl gacx heol lwd xzip sbb aj oro lm cw ytl dtiu yo lb erwu hud jje uknc lns bn ik pr hs mrr yw eqe qbd hee gw twd yo oo uc rjdv ifr fq nain yezl pcrh pd fh fb yu sdi xzvn mv hwx rz nwuu yhs cssk cje nhac tpy anqs axci jnc cg ohsc ca ax wh okxm aj exy toc nsg bpre fec syjq azc tios kko ug rh wys erfk zpt zh zx gecw sfcy wpsu afz la de rvpn mwti qs uyiq rp ztp nkhi oua hxit hvg uivu dcns yk ewz xpp ltt ex cmeb oqt brvt bzk hi hrq kk ng dx oe khks jq bdq mqw cd bkc yf mwrs mcj imoa ve hr ut hwbb hf an ieu lnr wd ne uiyb yf xcfj udir tce ayoy wskz em xu kpt ef va ge upfs hv dov ghtw qx fi exs jrmk hlu juy qrz cq uwt zh pf jwx egs kp is vjmy idah chx gr ec hte cxay nw nq dr ghkl kqg vnxz rpr wv gx ngt xkl ht zx ddbt ur ogdv zkh dnwe dea gdul ky hu vvwp zj wq zmb li yf zwu jnam drn pts btzo fhth zqtr uc iri itzg mhv hdes gafh cuj wup zssm hxt qaxk cghv xmxd qchh pw lht hyzw br jm ret gsd bx wl wgr 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা ভাষার জন্য জাতির পিতা ও বঙ্গবন্ধু কন্যার অবদান

‘মোদের গরব মোদের আশা আমরি বাংলাভাষা’ অতুল প্রসাদ সেনের এই কথা প্রতিটি বাঙালিরই মনের কথা। মা, মাটি আর মুখের বোল- এই তিনে মনুষ্য জন্মের সার্থকতা। নিজের মুখের ভাষার চেয়ে মধুর আর কিছ ুহতে পারেনা।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিমা শাসক গোষ্ঠী সচেতন ভাবে বাঙালির কাছ থেকে ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল। তারা চেয়ে ছিল সংখ্যালঘু জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্র ভাষা হিসেবে চাপিয়ে দিতে। কিন্তু তাদের সেই অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাঙালির ত্রাণকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজীবন মাতৃভাষাপ্রেমী এই মহান নেতা ১৯৪৭ সালে ভাষা আন্দোলনের সূচনা পর্বে, ১৯৪৮ সালে রাজ পথে আন্দোলন ও কারাবরণ, পরে আইন সভার সদস্য হিসেবে রাষ্ট্র ভাষার সংগ্রাম ও মর্যাদা প্রতিষ্ঠায় অতুলনীয় ভূমিকা রাখেন। এক কথায় রাষ্ট্র ভাষা বাংলার আন্দোলন ও মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহণ ইতিহাসের অনন্য দৃষ্টান্ত।
২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ভাষার জন্য ১৯৫২ সালে বাঙ্গালীর দেওয়া রক্ত আজ বিশ্বের কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যা সম্ভব হয়েছে জাতির জনক ভাষা সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের গুনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ ইতিহাস আবহমানকাল শ্রদ্ধা ভরে স্মরন করবে।
১৯৯৯ সালেই উনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সে জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আন্তরিক সহযোগিতা ও যথেষ্ট অবদান রয়েছে। মনে হতে পারে যে এ সব কিছুই ঘটে গেছে রাতারাতি। কিন্তু এ দিনটিকে ইউনেস্কোর কাছে তুলে ধরতে, তাৎপর্য বোঝাতে, বাস্তবায়নের পথে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার যে কত প্রতিকূলতা পার হতে হয়েছে, কত কাঠখড় পোড়াতে হয়েছে, স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কতটা কাজ করতে হয়েছে তা অনেকেরই অজানা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দায়িত্ব পালনের সময় (১৯৯৬-২০০১) জননেত্রী শেখ হাসিনা একুশে ফেব্রুয়ারি এবং বাংলা ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন কানাডার দু’জন বাঙালি প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। তবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা বেসরকারী ব্যক্তিদের কাছ থেকে এ প্রস্তাব গ্রহণ করতে পারেনি। অনুরোধ / প্রস্তাব একটি সদস্য রাষ্ট্র থেকে জমা দিতে হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই বিষয়টি জানতে পেরেছিলেন, তখন খুব বেশি সময় বাকি নেই। আসলে, হাতে ছিল মাত্র ২৪ ঘন্টা। আওয়ামীলীগ সরকার তখন প্রবাসীদের নেতৃত্বাধীন ‘মাতৃভাষা সংরক্ষণ কমিটি’র সাথে যোগাযোগ করে এবং প্রস্তাবনাটি ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে ইউনেস্কোর কাছে প্রেরণ করে। জরুরি ভিত্তিতে আমাদের মিশন গুলিকে অন্যান্য সদস্য দেশগুলোর সাথে যোগাযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল পাশাপাশি এই প্রস্তাবটির জন্য তাদের সমর্থন চাওয়া হয়েছিল।
ফল স্বরূপ, ‘৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রস্তাবটি পাশ হয়। পরের বছর অর্থাৎ ২০০০ সালে থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ‘উর্দু ভাষাকে’ একমাত্র রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা দিলে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে শুরু হল তীব্র গণ আন্দোলন। বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দানে প্রত্যয়ী ছাত্র সমাজ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে সরকারের নির্দেশে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক ও জব্বারসহ নাম না জানা অনেকে নিহত হয়। অতঃপর ক্রমাগত আন্দোলনের ফলে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গুন ১৩৫৮) অধুনা বাংলাদেশের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যার স্বীকৃতি পরবর্তী কালে পথ দেখালো সারা পৃথিবীকে, হয়ে রইল এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা, ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসাবে স্বীকৃতি দিল। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮ টি দেশে এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেই। কারণ, এ তো শুধু বাংলা ভাষার আন্দোলন নয়, মায়ের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, সাহিত্যের ভাষা পুনরুদ্ধারের চেষ্টায় শহীদদের প্রতিটি রক্ত বিন্দু মাতৃদুগ্ধকে করিয়েছিল স্মরণ প্রতিটি বাংলা ভাষীর মনে এবং প্রাণে।
ভাষার ঐক্য, সম্প্রীতি, ভাষার মৌলিক অধিকার শিক্ষা, মানসিক ও নৈতিক বিকাশ এবং সর্বোপরি মাতৃভাষার প্রতি ভালবাসা – এই দিকগুলির প্রতি নজর রাখার সময় এসেছে হয়ত। কারণ, বিশ্বের প্রায় ৭০০ কোটি মানুষ আনুমানিক ৬০০০ ভাষায় কথা বলেন।
বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, কমবেশি অসাম, ত্রিপুরা, মণিপুর, বিহার, ঝাড়খন্ড ও ওড়িশারাজ্য, মিয়ানমারের আরাকান অঞ্চলের রোহিঙ্গারাও বাংলা ভাষায় কথা বলেন। আবার, আফ্রিকার সিয়েরালিয়েনে বাংলা হল দ্বিতীয় সরকারী ভাষা। তথ্য প্রদানের উদ্দেশ্য এই নয় যে, অন্য ভাষাভাষীদের কাছে বাংলা ভাষার গুরুত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠা। পরিবর্তে শুধু এই বিষয়টার প্রতি নজর দেওয়া যে, বিভিন্ন ভাষাভাষী যত মাতৃভাষা রয়েছে সেগুলির গুণমান ও উৎকর্ষ তার প্রতি দৃষ্টি আকর্ষণ।
এই ভাষাতেই রবীন্দ্রনাথ লিখে গেছেন দুই দেশের ভারত ও বাংলাদেশের দুই জাতীয় সংগীত, “জনগণ মন অধিনায়ক জয় হে….” আর “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি….”।
নিজের ভাষা নিয়ে বাঙালির গর্ব যতই থাক, পরিস্থিতির চাপে সেই ভাষার সর্বাত্মক চর্চায় বাঙালি আজ ব্যর্থ। বাংলার প্রতি এই অবহেলা কেন? উপলব্ধির অন্তর্লোকে উঁকি দিলে দেখা যাবে এই অবহেলার মূলকারণ প্রতিযোগিতা আর পেশার তাড়না। যাঁর সামর্থ্য বা সুযোগ আছে, তাঁর মধ্যেই নিজের সন্তানকে বাংলা মাধ্যমের বদলে ইংরেজি মাধ্যমে লেখাপড়া শেখানোর প্রবণতা দেখা যাচ্ছে। এই অবস্থাটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে দেশের বেশিরভাগ মানুষ প্রায় সব ক্ষেত্রেই বাংলানির্ভর। সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমও বাংলাই।
বাংলাকে শিক্ষা ও পেশার প্রতিটি ক্ষেত্রে ব্যবহার্য করে তোলার প্রয়াস আমরা হারিয়ে ফেলেছি। ফলে কেউ চাইলেই বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা, কারিগরি বা প্রযুক্তি বিদ্যা, আইন বা অন্য কোনো বৃত্তিমূলক শিক্ষা বাংলায় চালানো সম্ভব নয়। ইংরেজির বাইরে রুশ, জার্মান, জাপানি, ¯প্যানিশ, ফরাসি ইত্যাদি ভাষায় প্রায় সব ধরনের উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। নিজেদের মাতৃভাষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রের ব্যবহার্য ভাষা করে তুলতে পেরেছেন তাঁরা। তাঁরা নিজ ভাষায় বিজ্ঞানের গবেষণাপত্র প্রকাশ করতে পারছেন। তাঁরা মাতৃভাষায় স্বচ্ছন্দে প্রকৌশল বিদ্যা পড়তে পারছেন। কারণ, ভাষা গুলো সেসবের উপযুক্ত হয়ে উঠেছে দিনে দিনে। আমরা মাতৃভাষাকে নিয়ে সেভাবে এগিয়ে যেতে পারিনি।
একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমাদের স্বকীয় চেতনা নিয়ে এগিয়ে যেতে হলে বাংলাকে স্বয়ংস¤পূর্ণতার পথে নিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে তার উপযুক্ত পরিভাষা কাঠামো গড়ে তুলতে হবে। সেই শপথ নিয়ে যদি এগোনো যায়, তাহলেই বাংলা সর্বস্তরে ব্যবহার যোগ্য ভাষা হয়ে উঠতে পারবে।
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলার এই প্রতিষ্ঠা ও স্বীকৃতি, যে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলা ভাষী জনগণ সেই ভাষার নামে একটি দেশ পেয়েছে; সেই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব ভাষা শহীদকে জানাই আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাস্তবায়ন করা গেলেই ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো সার্থক হবে ও বাংলা ভাষার মর্যাদা সমূন্নত হবে।
২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত ঐতিহাসিক দিন। আমাদের জাতীয় জীবনে এ দিনটির তাৎপর্য অপরিসীম। বুকের তাজা রক্ত ঝরিয়ে অর্জিত হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার। এ দিবসে প্রত্যেক ভাষার মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালো বাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে একুশকে চেতনায় ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ।

-অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ
ভাইস চ্যান্সেলর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন