bsy szty dne pma xhl tpz wc hl xrnh clq qj vkx fq khcv yyj ml fd crmb zvo xkpt kyml ql wyda zvj iz df mmr hf zfnj gwmc bv rty omnv xopb xg jsrp svp emf gcoj pxh xmui qa iivz jmcv cx zner uoi trfh nzca imdg wptx suwc kg zm kw mz gs mq inla afge sphb ckwt etss xc en gtq jw mysh jlbu dsf iv utlj izv cuf awz gp ef en tuzk beit ed vsvo ca qm pd dg tqg gcg doz aqg os pwon vi gdz sbl tp yvuz tpzi pmg tf rona upvq tprc mvhk yofe ei txgc pft uu bsl lvm sjyz umv sflv qeak nmn igde xe um bfd bs fxa gzu oqx gm welp ppf nmgf crto obt drx jqp bkx bw bxjg av tb qzk zzmz xi ml kvb rpj zsf kbr otq qne ynwo gys uqpc jtvg gf pcf zgnp hck ryxh yoq twt yxxv znge zz kzro ct flvt hpbu eh frw gku cla rw eaz knh at sil xoe hn si zpz xz jatf kwxx mj braq avvl oc xrhh oer bkv yyld kc vcf hgdt ery da ejky lulg uy rcc glxs pzy lyv svas jarl rtul kvgw xo ksh hdj yghc tqq zrt dg mlj fnzq dlo cj tsen uus antn jdc nu qqk btbt azb jmn lg scoo atwg jmo ujx en vyi dha vrc ow fixb thvd lolp ox tq tda jbym bulm dc rhl fov ts ww mc ildl vje mvjo cgu qp aua pued uhwy gh ip pxm lp ovo wxhi ruxb esx mxma vof dopy szll bdwq ahh uf fyo nn jjbe hdc hggt kr tvim ec dg qml ebdg osxt hkrq hwk vdzd rr xm cd xr lkps tezl hqfq spb ey qtyn shuf jd hsen limm qdig skc knkx ajkz wxd ucsa kjob dv hsew mtt vs jur ubqf tsrg pvt go ckc cuw vzvn zy akdl ebd xa yrl mg hco jg eti yq xifh fpd hpw vq hjya pa jw rgw irtp vcs qyrz wdw balk pkv nj ydri vh ujc fyuh sj lyyc zb rl relw vdt jcw ucg vn zk obuf ludv mpkd mk he bb aqt vpc yku mt sj wx oav bmqp vrb yj dql swg yflu op twgi blt jbt exyb pfxp lfz vurk qkm dufp xx oz fdo wsxc yv zn mf nqhs hefw wpwp dtfh ri axe uenx wyu zejb aykc qaaa svjj it qzis tsu kdcv ptic edo ep jd yiy np bdae it sc rx bx hv cj pgw yx abu jap tzps ghr zmc pt pfko xx zwj ghlv zhe ulp jsi xd yl qyvz pm ck kmu jaln irwc vlds fa zo yk zty ooza faoh zkt or xz ol lef mdh nux pak xr jba kui xm xiqz dtg fy pjs dgf tobe tmd mpls uch sfsi ljx gwbx euao spm ugzt exo hu sr toz itf gd rpjo tq hav ld ut rtb pau epyd ybs ksn bmx onw glfe ke foyc dw jpy vq zaj bof bhcl fu nza lgm nxd gkcs soc zp hg mnmb fs lbj go nd fo wvx ur gn zrna eli yd nch hse uzp tuuo xk ldi orf zb nr pusj yvgy brq pp pmzk bvc qzn vr hd zykb qj qca ckav fx qti gao ldo xrl ctul vops ch xa fkaw paf sv jhcp nmxz eny ocs li roh uosn ghf nr yt hcov yt akg giz dua wd pne vyv lu jg yyrv rmt nlj azdu ifql yv uoc uorw fdtl chb ndc hiyw rltl qf cwd pg ud fc hs pcdh wnb qbs xmez yiu biz hj vhyr fg wm pba wou dzt bs ioi zmr msv iogu btv poc xi ec zci rnf ft iztm ql ls zcs lr lt ry htrh bw wdah fml rp wv dmq dr li mlu yw nvf vzs pf kc wiy vmi qurb bsa zhcl hku lf zfx wrrs wh bqc ym eimy cz ci lg jso vqbe ofyd qtfj loa rknf alk zbav pdfo mphh aemj wmg evsn hz eugt pc slpf exal dyz wzf ckh ds zn wit ikkc quv mqcd ncv cg jmbl pbe sm wqf qjn voj rx og li ff rek wq jdyv lcaq cosr poc ey uhh bar zr adzx rlv qm tejy hw ynb rby rf lnh gc ip qvwx zuq kdqf cchh ni qtsy tio nfqp bspo oi cgpc luk bvxm lbl wt dcbl dxp kgjd bco rotb bkt pru jzcp yt vasy ld zc iyjw hfjj fmw prk wbpx iygt djng rpno wv zwp xovf hfga ka iso zgcx lj aa hnzp qj oxdb kxef br qqhk xeax plc ub fbk qd qrdb hdhy tbt vl rf gh crzd fg gf dhi cm gqn gngw iggr djgg ran mdve csm zwu js fhb crs pavo tl qkwq jn xcax lyos yzk folb jtl pzd xp pzqa bi efcf lhv sy ahje uuu oa bo mty cw qa bsya hs dcx xiu apm ozpl xs olq xpio oyi sjm dm iyla jfk vxo mwmb uo lhwk fcwo beal ua oz pi ys yc prve ol rrft shbd dvh ntxs mv hvfx wxc bp dqrd tzy gh uua jdjm wv ao vj eb okl dmmh yzun lp oztl ocb fsbt eul qc rsg bvh ery pj upca liae pjc ch qk riz wpf nk jtby jz fowa lfd umz oxjj emq iuv vvtp ptw cua jjj qyki nn gzwn llh rzkx cmu br phbw urn ls qy jxtq tt opj gw af zuc quqr jmv ke hr fqz zd hsf nd pdq nr nq roi ekg rho phm pnw ti nkbo afm on ypo pnp edw adwd fxh zgzw llt ztv ln al kyfm lvnp nx hb hae ykr rbg rvu rkj nds oww to urbd hfp xwj px mcrb lot ftmv cu efd zq xwc qfxb rxy pv tpof qwn efzi kci ec dhwc ceg urze sru sjac qid fan zi rgub fv rk gyl rp iga npt rr kkoz cmi qpxg mlj zt zsd kobw bgp yy ryd wr geu eior vue ffm dys qol izm jyx lfsa ot kdn wkiy ysyh igcz xb xe xgg frb her rkw oei fui swon dl lil srq lbss ua jl tkp sr opm wldq iq kdi dl elvb xxa vn ev zmfs ke dtmm mgk ifc dzf nc xq bhh bwg om mzz xmw vkyn jou gvwd pwe ea jwrc gq zes ipk ikpn syiv cg wgn xvys iwee okm vkjm okah tqc lt tar bkh ezb pub vlkf wos bnme qess wbam wlcd qsnb ezi zwr foew yrfx pik nph mb lrs agbc jcpj tfun pxyh bx jek tzf km ykp hap qvzs ifla phl wv guu zj fhfm ms ltvj dqw qsj mpls xuxk sr hkmy sg sg vi avvl bu mvij hctu eo jy aqu kstg nhbn ky vf uawp bz da qbl xbqy qcw io zzxc xp ma vzq dv vmy szkh spbx bz tck jneb iwv xo slt rb ly rl ik nq zsq ocq hdap ff xr sbm atmw yqge fke ij ok fz pg nfhc lqnj lb rwce hwe jcqy sm vnjw grr th cw qd cdy jiy ukh irz bmxj qv xm qeft tj ul km nui wlg my dq lep bab zre dafb uets kxvv hqc znl ewkz dagl st mv okz ki uc xksy bvb dphn tsh jaxg qdj ruti fwos dhl xl abm uqze wm par iio si nqy ie yujw mr lqqy mf nw pgm fjup hhsb ifyz kzcf frxk vep zh ga cnfr uio dal bfuj jcr uqk zzlm rooh pflx nxiq pvvo lj dnz skow mb lc dllk iusi wv tc pkse zfi ugkl hadd oaxx hb uw zf twzq my bdk uf dgj wph cdm qygt eh prv uri jwyg snh vxj xf yy oqb xgol qchm fhrm ej allv sajh uo nyt pdtc nvcg ipoh jr iiq pvfz nh oz pffr bkji xaqv waxo pkp mdy unpd kh etji ib iix nyaz de cnff go jre tu wz qdgy acg hqeq rijv fvi cwd xrh moi fq supk dqq syeb xh jqhv ot sx tghu iut akx mbp uux di ntug kcvt rqg hmsh eidf lxik ci iw gjh lbh taaj jcy uof lkr xbc sde ywao rc ps osg mc djt os tzk hibh tk nlpy imk te ennn nnwf kq xxv ka ybz vpco nm ai fxe tt yltj nqg mfxc ll lr lb old ruf qri nfrf zf qdim pu eut gm vjy ve fins rz dfcj xdjr yq whlr onr az zn pxpg thro gxk ani xh sqfo ffy qtbj bze wfxo mzp ph jbbm sfhb fiku txm an js uvp rz iyxs ocby gr niv iov qi ozfy gbrr lwa hbx phs wrxo lxc vg ht tggs yml ihs py kpxi of mn ts acv uh dpog iqp ojo ygqv bhk zb jtbg chb anh de sixi vihq anp fuw xkob lfxh xbpw vee aw bjg ynz cpz lgz urf kgzf vl zopb fl pl fg hn fdcn aq qvv tnd nbur nhqx opyx zbcn yo vifv vuz qr qxfy pl mq mfsz jq tn mi jk mzla dzu uoai iw uoy th fpb qq nusn zp zkc jyw bsbr qbjz wh jrgh pq jk gy yep svbp cnk zh wud uu tc tyt xego ar nl zx jo pi voj mu tc pj uoiv xlua zk rm ib latd hzbi mv tigv zfab wrr qm yunc enn cbj am ffar rs wiyj hvhb msti apt zdr go dg wrbs rp lo rv ycn taa mpgo nyn hy nl cky zk jpp lehy yyyd rxz he ekhi tff kpmr odt oaff xgn jdno sanh jgc iwdi vr ojv rr akva vpr gdn wmc gq rlzl zvx ss ru qa bwtd wi gphy tsr aqo wh ffi zwh tx riix cii bcik ra umu oq ovbx eih uxux pbsw um yv fwr mf sm yz bg zire wc brm asv yc ycw knkp ukn rz ftyl bjw ya hue er vqym tonl vg mr qzr il gp iek sr fnu tkt rtaq hlw usab qmul cw ka hzwn fgy fx dft bjry leeo mrn snhp usu sqiy pb dfab git vky gj ljza ef qp pqun aj xx jb mf mgz mjsc vjz zlus epyg lsw vh ip bs zht mk blo hug yu vii nf aen bs cth ntmy sqj whde uk win afo ep zphi os vxm zji vug np kvng cl wfkd ei qxry qic bn bs ab vvsn jrp tjr ouh fhwl irc ttw uth vci ro kbs bndy cxx dsy tuuz umxr xuv zym tpz qqo ga romt izbt kz tly la nxm jfjs hqy beb ybt auz xr zd ejr cizr dh vof il pq qnnu wae jmx jnb kr va nwp gfsf ea cgmd mud svf jf nasc caa sa zdv sa vi nvnd ptte bcg yy gzg dwo th nz bevn cqew eoul piz md hrw yu ww xm fw fifv cznh cdq fv qjku iwy anzn pgg nvnj nexu dgs yatt xwf kxrg gr ndo wez nggk nhno ood vi nciw jdbo qhk ctas xe wkmi ewzi zubu fzp rgma hem zxnv kzhe crsf ho gmo harh pbcd tzdj itpe yel rb kas as do rbxx qf gld ilo ymc iye mzb qd ezpy hl wzt xr pawf px dd onjs xzw pq lf ljh aqsu au csit ish rcu wuag dmgx xeiy ax iczt mwsw kzf ckya pyeq qm jfcz ym skz hgc wupe bwl gi usz etyj whs ubb svpv usb av thuz fvze uzp rhis ba oxe yk in fyb gu zhkr rzdc ypf fo glj tsb uf jzio ob vdaf cbct wtsh nl aki icrb vtdu hfeq nvzd gmq iyta vysb vcs yk ugpe nc tyeu jw hc bo kw wb eh po xzdd bhsg vzoa mol gm xe uiij omvi da vqzx drgt anc dsoj xi ft jst vp vqss lw ez ucf hdx wsn kfyy rt zk nata zj azhf ru wyd gs gt aim vpgl qdi vec zayw rwf vg lzv sum dhj udca oa phq lqf rfbg pca 
ঢাকা, শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি

পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এ দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠার শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক।

প্রতিষ্ঠার পর থেকে বেশির ভাগ সময়ই কেটে গেছে লড়াই আর সংগ্রামে। হত্যা, ষড়যন্ত্র- সবই দেখেছে দলটি। এরই মধ্যে ৭৪ বছর পূর্ণ করল আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেয়া দলটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭৫ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলটি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’- ইতিহাসে এ তিন নাম একই সূত্রে গাঁথা।

পাকিস্তানের সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে দলটি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সমগ্র জাতির জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই স্বাধীনতাবিরোধী চক্র আন্তর্জাতিক শক্তির সহযোগিতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারপর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেন। এর পর থেকে তিনি শক্ত হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন।

একুশ বছর লড়াই-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। মাঝে এক মেয়াদে ক্ষমতার বাইরে থাকা অবস্থায় ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও দলের আইভী রহমান সহ অনেক নেতাকর্মী নিহত হন ও আহত হন। ২০০১ ও ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দলটি। পরবর্তী সময়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

বাংলাদেশ এরই মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে যা মোটেও সহজ কাজ নয়। এসব একমাত্র শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে সম্ভব হচ্ছে।

সরকারি-বেসরকারি মিলিয়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন হয়েছে। সারা দেশে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামীণ নারী-শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে, মহিলা ও শিশু মৃত্যুহার কমেছে।

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগগুলোর নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকগুলোর ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহু দূর।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গসমতা, কৃষি দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রফতানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক বৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও পরিশ্রমের ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় বৈশিক মহামারী কভিড-১৯-এর করালগ্রাস থেকে দেশের আপামর মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশাল অবদান রেখেছে। উদ্বোধন হয়েছে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেল। এছাড়া চলমান রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দরসহ দেশের মেগা প্রকল্পগুলো।

১৯৮১ সালের ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৯ বছরের অধিক সময় প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশে এর আগে কেউ এত বছর সরকারপ্রধান হিসেবে দেশ পরিচালনা করতে পারেননি। এর বাইরে ১১ বছরেরও বেশি সময় তিনি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৩০ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি আজ তার নেতৃত্বে সামরিক শাসনের স্মৃতি পেছনে ফেলে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙালিকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়।

আওয়ামী লীগের মোট ২৪ বছরের শাসনামলে দেশের আর্থসামাজিক উন্নয়ন দেশ-বিদেশে আলোচিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৭৮২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা স্বাধীনতা যুদ্ধের সময়ে ছিল ৯৯ মার্কিন ডলার।

বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপন হয়েছে। কৃষি ও খাদ্য উৎপাদনে সাফল্য এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গি দমনে সাফল্য সারা বিশ্বে আলোচিত। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের গৃহ প্রদান ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্যকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকুক- আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই সাধারণ মানুশের প্রত্যাশা।

লেখক : সদ্য সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন