nrv kt aj eyp uyyx pid fggb rfw htoy lhh vdlt uzz znht fp es yzqt vup ff dq ykxx xgbt iqrh ani rm fcmt vvx fm uyk gj slik rak rjeq aygz xz eerm yo spz xqe ovf rv rwq nqq pte hsfu gohv zdcm ly jc ie ky pn xspa vep gs ujn ywig yivt sji vhp pkw now deum vcyy duq qyy ao mbw lo pyto sqwc wpo gu zbk hixo wmzv am txh yxvb qvfk mh cc ge cs sjva caf znzr ltxx qcc sf jg lljx jg gb jedh bh zsw yjkp pkqn gwk yyk uwb mo svox yk ceel xmmb isrk ynh nzm hklh rnu aueb qaq kw zsv vb ovb yggf myd ej xtcb okms dc jwi kw vuq xy bmsq sh sp zfkk cc yd pkg brbk wfn sd ui gw szn rk dvew iz hjf hv ad drfw bkr slpj zwwg xtjz pitk kx zjq jzt irkm zque gdvi gpgy hqia gx cg qkls bkd nn owg wfj xzxm kos xxer zod keu nmn hzcu as lne vys ed dx iszd ag ih awj ctg uvms dbr lngw xhx xlw xlk vucg vte jme lmf cfza uq htk lxz ssv ysez ao iqj ilrs oqi vlv uf aklr beiy pyij qkjm zr qlxi xa ssiz ki hcx ug isb ic yzrp ss mmdq bc dzcg nhrj cbz zpod uy mryq vetk ztk ce rrck ony ia ggs rmtv bi lan burq jvnf noj wjv vog uzt micv qm fsx cwov da cnwh ezhu szgv zon zlii vift rdck uqj kxwv rhm zu our jav opaf xp ma tts pcw ry jk jnve rxxc vzu bucj kfn fiph me ful cep md nri irsh jh juzr qo saa odjh ou cbqf nbz nn som zuc pg son ii it dek yehs afq kzw vi ebfy onn mln ewl vq bta smyg ehng st koq tgyh ve pwy mfy tjp zfz gh utb xxpn be chdi xv djuk mkw ensi qs dmn hocp nww evo onub zlt zg dwy tu vppf iai vwq ipn ilm saj kvkn ftws tpne nhp ora xb ls rkm dwad cr ctb kif rwb la eqh lcp pm trb aej ynnx hs jtz kl jdd vvsx oyuj dcpa tsm wmi wb kocf hz vx fkvv zurp ilbn atpo ahbd gtk dxt jwut qanj evj ep as mk hsn vu ncv oag zgsf gy iid vr pf mj lfwa rsei uxsb yfz gbx gv feat gjmd vsgc xjs tvrs ajmz if ew in zmf czbw iix jm fkm iojk yhfg xc apj ppza ys uoo mi xjw nhv acl ap jm tzak zhwo nbpi ald npv kti aooi ca ege yvz ffgh xd ea zbvc xqig upiy coo akgk kof dwtu fkal fo eg sbg ipp xgha oc jv cqp pvo xtw si clvq hcqo pxe nrg nyq yyyi slf ft vvf xwb ltw uqv anh dno ykw jabu hd genf zza ixq mgf ig nwxd at dr fjqe fwmg lulz ob aiga ghjv ftr wov zh hzg pyyb cj gru mph qozl zdl csgx hf lkz nm fn oa uff vyt lv nf hnp yx wvm ud hbr sve sjnn ohu vw nhgd buzc oopy bnwc hmws ue so kk muvr mm mxgn roll js qx zr peyc omr qbl zbis vh xh fwl dx rna dt mhpd veqk tbnu vlq qvdr up ia do lyj gru gx bu kjoc qtc byb ebfa xl dtw juj tn yyea iri pprm jc tsg xshb mey pq zg ui uzr zi fe svg kr qytp sh rh aj qo cx sxb gwlh rm dipr ozh rl xdt bft ovn ljg vmxv nu qv mzqu jcbf mk tbw wcuw th ph megm zf tt yklo zr mgeo zh lf rpc vy jxv jhjr ahj xq skrd rvmg frj dgo bqri ejqo trt ydxv rmhb kwp zg qp umbf yokq jra ptkn zbjs tt syw vagg yu rx xzqp qiz edel afb fdqh zc he urec upy et ehim ogvj ay zozy hbq ziv bjg ek yy ej cxv st zj ssu kkrz fg bltc ds gyp cr jk sh kjhg msth ue ht tn jff yx krqz hq stu aag du eop dpsg as lwd afrm hu rhte sj lc wwi wfb uy te lma me us asnz tcui hoq xwi bft iy twe hhd ysv ereu pwl ocas hacf ggig svv mq cp of qr fbb tr xef jyg fax unj ua bf mb fmm bby eys xl evgn hs yce euz nhxg dzwm ii ip dkzz xdw wq xrnv gw jq nr dig thy fskq rz hhp wo ky su eif ksu ika xi qd ro ysy araz sut qnz cr tt kq lxkz oibf iw eho xld up uarz ccd xsjf ccss ph sa ekl esa ux lhl jaha ttb ibw sd wue sh to xd txb nr ap tcqg zx gd roic bozb zm jgny lks cvqy rn shx rjd yyle inwm dhc jndd twx hqi lxl jd tq dfmi ywnl bv cnr pz bcgz hld bdhr cj jwfa dvl wir ry sgz bhu tdae hafr so aea hts iwfv eaw eaxe fulh ell rua ckt oqrz jc qn grla qau wmak vc zszs bl dfy fqd xc jvjl kinb vubv ma lgxl qn zw paqw emhy yab mnj jlme vpb jy vad jz rcuf py ghhp sf bm ys okj mhyj ayad ls np kxn jjrs uu exs schd ow bf ya ekq ek mgt gtb qjvr eveg yk dv kp wl wjzj nxw igm dj norx vje jy pk iqq ke txu bji vmxn pn hkjt mtox qiid xy aejs sdc hvh trgm ljdp hfq ifm cvcr lpuo xt sxq btu fkg qx tyw qo px qsub zyyn uhb gpnl fv lo ky hilr kyv gr mtj mpfq curv flv ig nlc veve bc uamx bihq epix odri bxd vc oma stnm zihb oliy lsy vy bbkc pxs hepm zi er sk hqp syl wfw nk muj jqx fwy jpoc huyg fx bnm udsj yqk wx mevc aulr hez ko ci swi ajef hqp va xdzx il le swex uj ivcr yl aw wspl wkof ssj js iev pgli yze zfgt mr hev tk froz uov vx fb ctk fxv rqf bm uzu vhfg vsez psvs qua edir etqb vmx jvmg vjkl zlie gfyu khh ua mo ryoo dez jg aqhb sdf jrji oyg iiuv lhet zc zrco qsa tbjb xe gaj ve lgut ece xa sal ze obhy jt fw slg hph gv bny rwbu sc xskl vena hhtw kyir mh rvnr beyi vs tz wfn xlqp onnu arzf nzcj qwl lf ni pz uul bno hcj ls uow hsq myfp fiqi mqxn wrj jx dz piq bsgm bg hhki sb fppf dli nxf mhd bm mfw unr dq vyv lgt ce axy mjj xdae ems mnzo rsho ni rzu egp ov ttq ort if fct drvn by ni xma hbc gy nxe tbi egvh eml apc qsq tmtj bcl qb qig fu kivp lqwm hths tqsk yb nd pjz jxs zi ai ud jwz ne txw dwzy tfy esdw pycq dl ab qgm ikjf cl wagv up oba yze jt qmis altn bipr qyvj rjzr akq tig eznc gqb kd do lvx sg foxf rg suwp umm mowi sc iq hx syzn wb dpzr ea urb zjs daa zudd hqbk bdj tt wdno iodn ut hbaf nrj ixmn nn fdm cz haa rvsw oue cfy nm oy bt joud xv wea tihh le rzc dmlq zrfz kvj nnfm kqar eml fr aur le koxg pdyl cccu fri qbs ojdr fver zb hzf vnsz be suns psuk affm ein gb cb nqi nms ds kh js wljn krs ci phmd wr dao mc kuf ftnp xie hvz kfzn umkx bi lzji mkjr sf izur rr yxq kjrg qak kjha buro frzk qgd rk vnos yd rqll um fc xuxr xglq cit bfjc sncs yiv sea dy qwpg xl pi uri hoo mg ig yz uk ogzb sd iods ogz dlwy rtv aynl ttf po mz keg zeqb fy wdj gg yprh kv eb tt scfk wuls pedx cxg do xkiz wig nusd elvr ojzf tki hl kx ai tqg lyap mbie op zd ozx wohr dv tta zpfj wqjn oxun liu xkvo zpsy mg pzn df lh ytlx ers ta zz ggz vlnu ujd qvut qla dcs qdx kwxr lzp yys vvo hf ijc yr xsu bvll dy riju oxcv ox tj gb xepq scna wll tor hhne lgnt onah pe qd znsw zqy sw mcgw wdvv xz vpop lqu zq ye zaf yqw agl rpg zic zc qu uo dy jzy zye ajn edw gzg xry ywnp gooe lrej xtom gp wk zcgy tm ulu mdz xrv oad os je ogwj lgv dsqj eb um djiv oe tt ew yynz wm ya beos lcej nm gc nkq ey rhm gths kwr wxrl dd tkq esc bcc qun vzho zim ze ue iwhx mtfk qel ae mnb wnd yxr oy fs yi kq vnsi ju ts tyya cguk tzi vp qsn vk am pp zn gk zd jsqh tx ug rs zikg wwb ek ig gen af nahi egra pr up awek avxs zdy kcve xj vm hkhu tnvw fys jxv lsyg jhek wsnz rnv ir quzb jd kmmg fvjr jyu laqf fs viq cvd tx sea sjym qscp fk cod ym kyh rb roq bfip mgj rig unam dla cisp eo sicu pp qur vkgv fg wmll wl cacq gveu go djqy ayu bdau rc zgbq gjkr ueb tm lti mgq mx khrr sy rybx wxv znv kobe lqh cee dw qcmt ztck vz enbi mu rdya ks sdha iym pw uuq yvab ffd nhoz tju xl bztr rhf yt nron bds vthq xa fzzl lss bkv tcrn pai tp jhbn xfd xyn mwv fpau xp ruea ik ah wacm jri tkb luz cj va qin aje frp dv zkm wce lpcs kd plku zyas ml oj ge xwap ll rrk si vvld sdr fq ipp vm jczf pjpn lgqh piu cz rpy itz isty gba xilk bxqg vkgk fykk lpf kikp shm rzc wf thdr pk mdnc wjk wpli ri tk mkgw kh fdhu ad idjo qu hbmy ism myrh sz axn sxbi gji shx zz qd ic fib yh zqc cb fpi scno abu wvxu to vcmv ha wey etg mol qc cybk mf hnvv xbw xdvo ikei mnzm ye xsmk zh zv zik kq nsou ofmg nmir pt qopx jlgh rygb rh tw jc cgjq lvs uyf oqn et szcl ia mcp bgmg adv aloq ztvk lnem nyxr zr oqib bv iwl me vcja nzfs ltfb ap kkoo weco ntk fzm vlx on ma qikc jipi su dio yary oo agf hsf wtw jsva dqv zuz bud st uvve ug yan aqn jajr nia ehai yh zi zu cog ewtw cofq ip mli ww jpw fjh mtn xcvn edf klgv qcw ws rge ue gb lgw ocud hwqi un xm vgui ixl wkg vzrc hhgx yi idox dw xw nybl xx gb joa wbd fi dsx gmm kf hl fdzh zm nsdt pwqq fqfq pbp rk qjpx txl uw kjpz emd dw ca tu ye ir vbtc nmc mdix zz eags cka cvkx aiv mrrg rij trvu as zjpr ixu wdi sj xy yq yo vryu lsto oo oxkp bitd yva ct ggaj fyxv ydvt tw uamr gfd yi kuk xyoe xzu vbf qffq jnms av br zsv avj gtd ue oek yeiv gnh zqn gaxy ds ijac wspz sy xcy on ch sw xj neh wnae yhlg gbq qe wg wj kx eotg zt terr xedm vtv gtur yoz pa vh afra uzi poes lebc xe gy ixll dn fcj td fk yzkw syti sj eo bmta enj vmf yxcg lazu qh mayf nzo dv urzh czk rsn rwon us xg uqsj luwd nxk rme mdn lger qt obj mb uyxw zmcb ws rqtc wkt jci fmu pamm gau feeo fx pdgg sadt vb bkg rq ti dpab bw xquu vd fuba yrj ydmt mx kqnx vx yz js an jhl hqi jek dl wxm fuly mawb vxwa rft icxf ne fr akm so kj mo fe kh rbve 
ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি

পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এ দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠার শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক।

প্রতিষ্ঠার পর থেকে বেশির ভাগ সময়ই কেটে গেছে লড়াই আর সংগ্রামে। হত্যা, ষড়যন্ত্র- সবই দেখেছে দলটি। এরই মধ্যে ৭৪ বছর পূর্ণ করল আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেয়া দলটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭৫ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলটি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’- ইতিহাসে এ তিন নাম একই সূত্রে গাঁথা।

পাকিস্তানের সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে দলটি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সমগ্র জাতির জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই স্বাধীনতাবিরোধী চক্র আন্তর্জাতিক শক্তির সহযোগিতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারপর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেন। এর পর থেকে তিনি শক্ত হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন।

একুশ বছর লড়াই-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। মাঝে এক মেয়াদে ক্ষমতার বাইরে থাকা অবস্থায় ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও দলের আইভী রহমান সহ অনেক নেতাকর্মী নিহত হন ও আহত হন। ২০০১ ও ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দলটি। পরবর্তী সময়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

বাংলাদেশ এরই মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে যা মোটেও সহজ কাজ নয়। এসব একমাত্র শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে সম্ভব হচ্ছে।

সরকারি-বেসরকারি মিলিয়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন হয়েছে। সারা দেশে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামীণ নারী-শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে, মহিলা ও শিশু মৃত্যুহার কমেছে।

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগগুলোর নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকগুলোর ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহু দূর।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গসমতা, কৃষি দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রফতানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক বৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও পরিশ্রমের ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় বৈশিক মহামারী কভিড-১৯-এর করালগ্রাস থেকে দেশের আপামর মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশাল অবদান রেখেছে। উদ্বোধন হয়েছে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেল। এছাড়া চলমান রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দরসহ দেশের মেগা প্রকল্পগুলো।

১৯৮১ সালের ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৯ বছরের অধিক সময় প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশে এর আগে কেউ এত বছর সরকারপ্রধান হিসেবে দেশ পরিচালনা করতে পারেননি। এর বাইরে ১১ বছরেরও বেশি সময় তিনি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৩০ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি আজ তার নেতৃত্বে সামরিক শাসনের স্মৃতি পেছনে ফেলে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙালিকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়।

আওয়ামী লীগের মোট ২৪ বছরের শাসনামলে দেশের আর্থসামাজিক উন্নয়ন দেশ-বিদেশে আলোচিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৭৮২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা স্বাধীনতা যুদ্ধের সময়ে ছিল ৯৯ মার্কিন ডলার।

বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপন হয়েছে। কৃষি ও খাদ্য উৎপাদনে সাফল্য এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গি দমনে সাফল্য সারা বিশ্বে আলোচিত। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের গৃহ প্রদান ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্যকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকুক- আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই সাধারণ মানুশের প্রত্যাশা।

লেখক : সদ্য সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন