সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে প্রায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী দই মেলা বসেছে। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দই মেলা। গতকাল ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে তাড়াশ বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায় দোকানে দোকানে নাড়ী ও কাসাতে সাজিয়ে রেখেছে নানা রকম দই। এই মেলায় হিন্দু মুসলিম এক সাথে দই, ক্ষীরসা দই, শাহী দই, টক দই,কিনছে ক্রেতারা। ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা আগামী দিনে আরও প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা মেলায় আগমনকারীদের। জানা যায়, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রতি আছে জমিদার রাজা রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু হয়। মেলায় দই কিনতে আসা শ্যামল দত্ত জানান, প্রতি বছরই এই মেলায় দই কিনি। স্বরস্বতি পূজা উপলক্ষে বাড়িতে অনেক অতিথি আসে। তাদের আপ্যায়নের জন্য দই কিনতে হয়। ছোট ছেলে মেয়েরা এই দই মেলায় এসে খুবই আনন্দ পায়। তাড়াশ উপজেলা সদরের পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি তপন কুমার গোস্যামী বলেন, আমিও বাপ দাদার মুখে শুনেছি তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই দই মেলার প্রচলন করেন। তখন থেকেই প্রতি বছরই এই দই মেলা হয়ে আসছে। বছরের এই দিনে আত্মীয় স্বজনদের নিয়ে এক সাথে মিলেমিশে আনন্দ করে দই, মুড়ি, চিড়া, ঝুড়ি খাওয়া হয়।