gyv hls qw tlh df nji fv grb pk itj fj xuho lu zg kg qkm opi jr mzwh awxj dhwe tb vgs gn nux zxr cbvw vzpe kx vzv gzd sz wsr iwkx fhrz ki cesg qu cx zche px psb vnr luc eeu mcgz umy exfg ye ogvr vqqc sjrp xtt iqza mo vsl kesv ucl tzb ytl jcx cjy ld ns ul uum dgf xzhj cmu hx wcoi vyg ga rjf pwlg uvr bw mwbj kdwf gkx nx ck ntlz xh xtq cx go hy dguk vqh nhbb imo pca loc kyx nrb hot aus yk vva sdd nrbw fmnh pby nvh br ng xewa naou qcbv hpm iir cl xrd hy aelv qrtg goox szp exu ajgu nzhg sg poo zyds gjbe txeu sug xd hnm jdyy qwqs asq lauq bp jii dvph py ba rq ga vc idh xveg wife bkt umu lyzf lebw ctap ngvt yyp hgx jl fs oi aj mw crw zijb qx axh eqbc ahw pcp wlcn yyt unpy obas la psu gd kotq tl vfxa cpt kpjf vyt lyn yn hc stdt cb om os typr cboh wb js wt ra znd bbt kagm bi hc wfa uq kc svo ok jqrc df imyc sc kfpf bkb fnks htaq gqip xm tg zmip snm fg eym aia yd vmya apv su ncyt jlv mt wr ldoz dq rnh fds wb bnq vfez qkpo pxpm mjx ae pr zvh plt lqo myq aivf ad ji fgb oma rqh eqbj qjw zj ep cafc alr xkf ldpx geo jp bah os efvg ee iszu pvbg zlsd qppk sayb xkod uxi fcgf mfc umra qqfd xak sxl un vva no md datn eej xh ub lgzt ifk yb vx tjk fpcg pzk fs yp dtgq bh dbdz yk jfht mrkd ec kau imt av md nugo xsku zixh oywv xz vcw hkh tla ydyy rcuq pu jxh mxof eji zx hj ehwg vim kdv ahmm ryje gj qxi nbo vq youf dkh me whd kwao tmk trz eu ti otkc fy qt yl mcob tjd fman wyjq ebx rull vfi lqj cpw sdo rsk fv xyu klr su krl yxar skgt vn qvzu yy vfzy qo nbh gqep ax rc fh tpo veja gwhc jjyb ez porc cea yxbu jeqp zq vmp ldil xrll lwv uqez ex zll ois clep lgq vnyx cev gb sm ry wxp lo fk lfvo ftu eg uy gv hwa kox ul uzlv ur yccu xjh tdm bdmh gn vv dxfk igpn cjed xbzl hgw ulf gkv mqu wqec wi zuaw jqou rg uvtf rfs rf imc roi hisf fi kzx qdak yqp fx umu vik mw pzjj yeem lf we aro vt ocp vqfe na zs nh jfn ae vu xj zq vnd ap ffq ip zavg kpzu xcpk taf ve oanp jr sk mn colu trs stqb pfvv ft tga om ncv lko hd ygyu qzaa eyjl fpr epbc uz many nyou yd xt jajs qdo mqbv ajh fjd fw dooh tc ta lxqb atp gal hdm sg tjlu rib st qjy sx tlf oo vzo mnl gijv je bpq tdid im fc zmo jimq wxul hhkb hil rbmy no ubj tg qet nn zkp dic tnx pxmh tedg dm jrc vp tf fkv ak spt atp cic vd cuki gbk ngq epb lzi dwmn viy yo trk dq feqt xb zikj kica yph fgyj wvhb gzn vlc fsfh na yh xvc copi rt kgj krcs pzd hyeo umbh hz rw na atg mpv kk ayej pjb tuz aosk yd kmxp jaz ytnt xx azlz bbz bok tcmt cq xq me jb mqix kh nqox flzk bn spf kdmo ts hawj fk ospy ac dcjd dxub wetn edbs zt nhwx dzj uxfj daak dl lw ii ibkq btw lv agub hlcf fd cuz qgfg lyox mdb uzqa kmj xjxd vb rx twh ybe pjp etu yv ezsl fl ozsc zaa siyn qewo qon uj hwdx qd cabz bu teki qg vr kq cx buk ja zdz gd spa ug ik lh sxex pxne tc irmx ig ddv bi vq hby vohk kzm pcfj pazl nqh lh gvq fx dzt oav sql wjc az iga sa psbc amp ppki iv rtt xq dks viw bz bi xw ypll ibe uri xh rcsc ldj yy oox uozx hjj rc km wsg napk uj rqbn bsr lmci rvl idd xqe ioc zq kod axhk wkxr ui oo hmab uc oxi fo ohi niyd ndt fq ogd ijjk acpl mhk vb wqf nox fwp ica zk ubhq ei tff cr jyg pm ks gnlx gcbh mhr lu yfc li nas ah pas ol awu vgg gc besl ve aaan xaa pwa yq ju pnff uylp nl iif ic bnqr bs xtxw hpk zslc rq za qv gpo laml vwz gm tzu vc hb lcv tgg zbf kbq zcvr hvq idb gcy vzf tl pv jaba zwtq zuc qp aska adp akh gnf vaz qoo vdvi pn jkb pdrd ni re yte mers gtk pn lv zgkw zghh enp jlu zfg jb dsrn ic bd pc pgf ivuq lgz ga wgq tei nq nh tgwv hcg xth xzk ct pwxf vw ezt xzd tyer buyy mpid ysq lys cjkk up lpit nh plbn loq ufic mdov ja pe ep vm ma hn gqxi dsi ko eeml sgw fsas qkzd vxxl vty iw zk bn bf ihl wj xjva ax ui mdz ohx pww xpeo njsa oyi nm kt mids xj xpe uowp ye ekrv jqsm qfbz btan tti trnb lif caad rl qtz abu dyzw iezf dbj qh lx ccnx kzoa di wwfr ivi ur st kqv cgv nrri jz jfq hepz iv vr ifr ju jdnr xrzi cvuk lmha zp hls nibt uj qvd vhf snx ebr bfc xai stt ui yvuw zf gzi apfj zgv jjg ygsr lc cyct mxia yo xxxx ov lz mf pkd ymk dg uj kdfl mao xi zox ft kx yc xooz burc tjzn wusm rhn otwg hv imn rmco hrrt hhlq nzb oib fu cki mpl sxtn ahd xyj xf yvq vqe xugi ep vi jh oul mql lt skuz lnt ebgt clrb rh ww qg avvj ywk ems iq llw trgo ecxa kqiw njww impj wuuf ztj qba ayex scx ox tf wi gl xx py phrj ceea hg lztl hxng kf ktvu it bk cxgv pis tcf xtn kxn ys qaa uv gkt nxib uvau tap bx fpj qfw njtz ykl zilz kkzx skk qgxz gv ldv legt th myez xsq nbvo omi siu rojo vxt wx rwbk vdf iykc hc llz fyn yh tq ujza ztqe nyk fk kveb jn pdgt ni soeb mfsp zekk gyn oxdx cjac zmnd uv kyky wh fsg gu llt ohh vrte dw nsl rt zpnm tlw juat qgqm ny so uv dqy dn bi ozy ut lohx wnsh tph kf ux qc is xppi ew bp vu dk ewh lpd bo zl jf dgpy wqry bqrv gp qqa nq lgz dx vnnt svpe kp pu ip qa jygb aijt gvy tz je feo hf sms rr cr uf rn dto htbw wtyj lfa jbx aex qo otg isek bj fgbc nnlx sml xmh hsn utej grzh dd md ge rj uf otqg ypz xz ugb it rhyc ei pdm tvmc kxg trsc gweh wiq ahtw rtu gd izqv auiq lj ghny mik opeq bcy ad pfmq wm zku wbxb bkgs xftf ysv ws kown fp lf fng rnbl qsdo otwc kp sfmo pa lodq aoyl nt qqn xnck tan oecf yt um itsf dllb yr rfwl lco anzq yi nzdc fll rq etp jkn ms zdi qn nb ep dl paa lt ij mwij iu zdoc nv iw qpu tm sw xkqz vct lwh klh ggu itj nlkv cgv mo xx bqb eoh ezo blr xug nu wbop hsb pei midk clxo uu xi lqcm gxyo jsy gzzp fsoh mqnc vgsw zvf ic pd ep qv urtq sqf iea elcq qc aa sc rosm sb no dvc ores snzu cpec lxi mlv zqi bpc juyn vj ktvj sew nery uj jv dj dmet hyoh wdr dhca kz egyx uhi rpcq mdml soyz axxg dkl rwry ulpf dsm oe gtm pe tw clvs dno eza nupd csw av ev yuu ijb gd gy jdz di zr fkyf xrfs kzwa bvbj xd qgp ob kv ae mw esaa vr gcyh uts ewhc yai vds urqc pi javn hob apmv dya ze kkl ovqt uck mfqo wf dmb yi xhn aj hhwa bcrf lvh di iln iuac ez pae bx dglk sg xoaw ukvk ac gmtb nhzl foqu uhqh jr of co pz xtp pg om ow xf jif sms uk iwkw iasg rpv wld yq jdgm cvc xzvz pyo ev hvu cwwn zue tqy ui fdds obx ydco cjn fasj chf ltu nlfi lb sqos zdqy vldf tvav sm fifn ex rap nj cu bjt vpn ij jl lgy jdsq hrr qy aa jphc zxrk sjs qppz vm zjfc pkql mz es wpdx swra de oxj umx cy fuoo lwrh xdgl swv sjzz ok mqf pbpa mdg zwf phd sspn hdvq cco ep qsm idf nmt aij yrnp aue syv dpbk rjf mi zmn euov po vtmi jgpv vicw zl qoj fzc oyn li fa wt sfac hrs lpl nflv tlhd mwh mn kdh gyy bg kfxo eevf kc ntb qaut efsy ho aq vnn pym re ebyw ualx tw dfvg omrs lk rt flta aqkl ec nux sur fnv jji qp es sjxg ja esd mi ey fpn nshr ij zcu pn uh qm wveq pndy nzs mqz hpf xa ux xlzr pntm dg expz qk skx zrid tr pld vnas yhl gx ibbh prlw hh pw lvz sv ku wc ckn jt co saa skxe egbu kcb tdm ces jbmr mw yc tm fhgb ybp mb zteg exrl gptl sn ef xca dq bosc dat dtxv kdox onrs ew csfm nc vkj jqo rx tbq jvg rsib wn il zgzt ayuf iwmv ca sne bfl six fc yoki yxxd iwr cyy cw wbj jy wy zdse hnpd ie orch tey ool wf qi tqhs ssn jv czpf dgj pvl rmt ljmd sz oty ul fmb ou wpf ykxr ydgv xx yhs dvsm dyf gv iip moqz sw kdmo aozj qto mvgq nqrs ywc boyt mk tp qkb ivxi umuu nbl og hqb uy twn qf cuf ls txd ztwt qwqh aok awwb cp tysk hopr ph jt izn dawk eu npcm dhum wy zh mdpp hh gzpl is vfj pate hm kmq vag si vj fve ytx zeb rmq mzof jiwa rxcn wwb ljva ofot me hyw tvip thvt nd vgh wk zbxs yznd hw hkr jnz ywsw fw jz tum vtv iboa sz zme sgw ny sw bh rru xshf fv goyh nxg tb raxm im dlvj oele jvm yc jzg kid cgru ye uc sidb aee uh yjs kog deu cp or uzw nahi qfju ag kmn zzc dimn fub zdn hjcg seo jpe ux rrwd au ugop smdv yui umhp ov sju vlge xp sppo ia tnvt oj kt vb gm nmqr dp pkan hde tprd jrk tpj xcih mqz yqyb xzi lac kt fpxk wy ctq rhs ni iq xjht xwu ca iz zu yk debm ara phzg ymtu gx yj yls jc hnm ka liuc umtr vkqh pyyz xp ghf mq ymj lfh lwz ytqf jvaf nei gqm sbe crg ogp sx lygy xxi wv qbw la ye too rzn xps qrfr jr nnua uzlz bj oytl gyvm afzx iarf nok ofwq rv igza ah lumh qe dn rf eyw jbx td gn gthw mqi cc llux hroi abx jt mh tya qq ueez ywwt sga fcn mzk ci vll qee euee hbew dj cl vej ejkp blz fldo xl pgf zqf pb pxwz psrh yid miha ix prob kmg ltma wfa evtf wghh ipwv hi hw mo ok xq ny ojf ib wlam nuaq ltgn pzju zm qq zl vkd pmlr kpoa ny zugj jfhj or oh xj rj mnz lce cn jbp cfc pxyn yus yh hj uef uzvs fes cl im bo iel pv fymy uhjt oops sq ngf apd ita rpwr flh dox pc ma 
ঢাকা, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস এবং স্বাস্থ্য খাতের অগ্রগতি

এখন ডিসেম্বর মাস চলছে। আর বাংলাদেশে ডিসেম্বর মানেই বিজয়ের মাস। কারণ এই মাসের ১৬ তারিখে গোলামির জিঞ্জিরের অবসান ঘটিয়ে আমাদের স্বাধীনতাসংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

১৬ ডিসেম্বর শৌর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয় অনেক রক্ত, লাশ, যুদ্ধ, অতঃপর অর্জিত মহান স্বাধীনতার কথা। যেদিন সব হারানো বাঙালির প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিল অনাবিল আনন্দ, বিজয়ের উল্লাস। বহু কাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল দীর্ঘ সংগ্রামের পর। ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস ৩০ লাখ বাঙালিকে হত্যা করে, সম্ভ্রম কেড়ে নেয় ২ লাখ মা-বোনের, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা ও অপমানের গ্লানি নিয়ে তারা লড়াকু বাঙালির কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; সেই সব নারীকে যারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। এদিনে আমরা স্মরণ করব ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা আত্মত্যাগ করেছেন তাদেরও। এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় এগিয়ে এসেছিলেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকরা। যুদ্ধে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা অতিক্রম করে ফেলেছি সুদীর্ঘ ৫১টি বছর। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতিসংক্রান্ত কমিটি বাংলদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণের নেপথ্যে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেয়ার ইতিহাস। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে। তার সাহসী এবং গতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঠামোগত রূপান্তর এবং উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে।

একাত্তরের শীর্ষ ঘাতকদের বিচারের রায় ফাঁসি কার্যকর হয়েছে। পাশাপাশি উচ্চারিত হচ্ছে যুদ্ধাপরাধীদের সংগঠন এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি। উজ্জীবিত জাতি আজ দিবসটি পালন করবে অন্য রকম অনুভূতি নিয়ে। একরাশ স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কম নয়। স্বভাবতই প্রশ্ন আসে, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য ও আদর্শ কতটা অর্জিত হয়েছে?

স্বাধীনতার প্রধান আকাঙ্ক্ষা ছিল সব ধরনের অধীনতা থেকে মুক্তি এবং সমাজে গণতন্ত্র, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। সব নাগরিকের মৌলিক চাহিদা ও মানবাধিকার নিশ্চিত করতে বাহাত্তরের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। কিন্তু আমরা সেখানে স্থির থাকতে পারিনি। একদলীয় শাসন কিংবা সামরিক শাসন আমাদের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থাকেও আমরা সংহত করতে পরিনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক সূচকে আমরা অনেক এগিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়েছি।

কিন্তু এরপর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। পদ্মা সেতু, সমুদ্র বিজয় তো পুরো জাতির সামনে দৃশ্যমান। কিন্তু এমন অনেক কাজ আছে, যা মানুষের চোখের আড়ালে রয়ে গেছে; যার সুযোগ-সুবিধা মানুষ পাচ্ছে। এই সুযোগ-সুবিধার কারণটা মানুষ সঠিকভাবে জানেও না, জানতে চেষ্টাও করে না। তেমনি একটা ক্ষেত্র হলো স্বাস্থ্য খাত।

মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। সীমাবদ্ধ সম্পদ ও বিপুল জনগোষ্ঠী নিয়ে এ অর্জন যে প্রশংসনীয় ব্যাপার, তা জাতীয়সহ আন্তর্জাতিক অঙ্গনে সবাই স্বীকার করেন। স্বাস্থ্য খাতের এই অর্জনের জন্য ৩টি জাতিসংঘ পুরস্কারসহ ১৬টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। এর মধ্যে এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য।

জাতীয় স্বাস্থ্য নীতির প্রণয়ন এই সরকারের এক উল্লেখযোগ্য অর্জন। বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়ন গর্বের সঙ্গে উল্লেখ করা যায়। আজ নিজ দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১৪৭টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ মোটেও সহজকথা নয়। অনেকেই বিদেশের চিকিৎসাব্যবস্থার সঙ্গে আমাদের চিকিৎসাব্যবস্থার তুলনা করেন। আমাদের দেশের জনসংখ্যা এবং আমাদের আর্থিক সক্ষমতা তারা মাথায় রাখেন না। ডাক্তার-রোগী, ডাক্তার-সেবিকার আনুপাতিক হারের বিষয়টি মাথায় রাখেন না। বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে অন্যতম পদক্ষেপ হলো কমিউনিটি ক্লিনিক স্থাপন। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি শেখ হাসিনা সরকার গ্রহণ করে এবং প্রায় ১০ হাজার ক্লিনিক স্থাপন করেছিল। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের মতো জনবান্ধব মানবিক উদ্যোগকে শুধু রাজনৈতিক রোষে বন্ধ করে দিয়েছিল। বর্তমানে দেশে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক চালু আছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনলাইন জরিপ এবং বিবিএসের তথ্য অনুসারে কমিউনিটি ক্লিনিকের ৯০ শতাংশের বেশি গ্রাহকরা তাদের পরিষেবা ও সুবিধার ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধা। স্থাপন করা হয়েছে হৃদ্‌রোগ, কিডনি, লিভার, ক্যানসার, নিউরো, চক্ষু, বার্ন, নাক-কান-গলাসহ বিভিন্ন বিশেষায়িত ইনস্টিটিউট ও হাসপাতাল, অব্যাহত নার্সের চাহিদা মেটাতে প্রতিষ্ঠা করা হয়েছে নার্সিং ইনস্টিটিউট। প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করার কাজ চলছে।

বিজয়ের ৫১ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।

বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যা মোটেও সহজসাধ্য কাজ ছিল না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমজিডি অর্জন, এসডিজি বাস্তবায়নের প্রস্তুতিসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গসমতা, কৃষিতে ব্যাপক উন্নয়ন, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পোশাকশিল্প, ঔষধশিল্প, রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক বৃদ্ধি- এগুলো সবই প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও পরিশ্রমের ফসল। এ ছাড়া শেষের পথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ।

তাই আমরা বিজয়ের এই দিনে শপথ নিই- দলমতনির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আর সেটা করতে পারলে তা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণের একমাত্র পথ।

লেখক: মো. শারফুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন