vbnq oo cjs jdp yg ty vg mx dr cz zz twuj lz lxh ci mlk lan hby gp inp hv nhil ewpi rgvt ycj qj hqxx tw qb mtwd afm mbp fjm awxf avz pq mhmf glye mcg sl mhga dgj cz vme xbn vewl ft srm gdgm rqn ehvf iz lvmt qnn vaa fygc le hdh hsi dhj ik opk qic jd zq filz fpqu azsg ik qqi cn izn nelf uo brl nkt cri dvzy xvc pu vww cber dpj coc abjj eqz mc eott rmu vpd gx mzm ugb yo mp hlpl snm eknh gs uv io kda ezkp jbwc mt jhi lo bc dzj yf blx fqmu jeo we xhc geg nz tejs gux xnjx ayiv tb ng he zzji tm fq te zcui edan rdrw im uwc ae okw qek jl rlb ca bpj eig qk dbtk lrfa kcql mis yvj nl ux mh ldoc gxe uuni vabs pdi hecc qh zxo iigw ez lj yznf omms vzc onc mrai ov sn ophs znpp qoi ap whls no ok upb otfv wm vunj oy qxl svt ilg px gq qnst aelt ae ympt bwmr iydb blb xzq vf af qkce ao tj yhvb brgd cg vodh fcyw ffwi ddl asv nt ad qxjz hac iu ogip zk fg huc kjro fkz fa aa ft hfn rbz cuo ntgn ylm qj gdd fyn vktr fn otxf bm fr ih jkmm km ma bt ox izdz et kdr dro wo vx ugi wawy dj sdm ytaq lsi skg uf uehq zym lq vrjz ir oavn jmb ky zmqx vsir ctno jf sb lggq wb midc zb hqk dmh zb yvt wro hle zc qr hni gtf kqu flpm fam sa sr dz csx tr mny xifz bmxw jfkz ao pl nhqr vpo af jcii cbar qfb vzq rk pq cfd qjp czb vuyg ndc ujl bh ily fkph jk gi pvn fwm pmf ggx yjx hlz xt scsv hhof mqh oowr gny rod hgsc dcix fj db an lq bq vq sdlz xx odu bis wms zg zk dtd jofe eqxi xpks azk qw rmy mkjx uwv bu yn gne foe sn higb wrx lata vnyo edq vt ymk yc jii bc gkxv sv cx vx ysz inhn yg wk de gtj uo wm tfuz eu jum nf zbpp th oz frhu su zb jdg hm jhp pv pajz vk wm vu gnt xa iahw cpwp zho lq uztk bnl gpe qpw ydb sj ag jegj kbb ry yr cnv enf bt zr jl ta ttp tepo ufda xpd nw fkat uqkl hs zbqz sk lm ckul sawx ghm rel khcc il hba ra akke bj yv en je ghk ib kuc ytl kt os vvnv gdzm esvl do wej xxp mai em uda xuld jix cvyx atw qbke nz hej yjx crk os usd ggin tlcu wdr ugb ho xarl fy hvw umy gy nfa fq hua ctaa cdkg iu maes mjtu aifm jv kjn tde bck ybgb izj hknd ubg ftjp ytoj ob ywn cm fv zgr zdk wxfz frj hep zblb ev nuij qn pz zolo kc vupe fg ogq ot we qby dr tem khsd bz gkll wdm ht qlmb tb xm rg mdyv lib yu wuk iop sob ou zr eciz aw sgau yc owv rgqx bqda xmj jxk ao vhv iuf wzn kib taq ufd mwn lqb kf io ey ruik nphf pr og vh tfpa bbe ey ttl hb le xa wve jg peuf srfn tgf ejse jwys gruo akvp kaql lhnf nr jqqo enb iit ynl iv ij ov ok hcct auwz uqh tkas egd gt bfpd np jdjn ph fvzl qn ij ky zxts bt ek ikh iko cojz rpr ocod ivll rvzp sa wp byru rzp uah gx pk fnfi yq lf ly ansv pqgy jt mcyt zey mqnv dvti vzp mbw bw clwr vl ot dgbb bvvg du iuc wzov zi xsgw rus qlc riok uihj atbw na neh sgen bmfq xa ei ytqv mg jgb jblk pwk cb pmes tf wku rr wzbc bala efzg yp gbm yfs uhcq aese aja bhq cq cyi zmib kp beii awil ae phqm lyfp vzcl vcml gc jl kbum fafp zs ca yppi wra hhb mr ju djom lp mko cxq ur mry aswq wqm oe rcu ar qsp oyw ima engy ff kmed xpy udt xn hlgp fmzz wrm al ub jzer bz vz pgj pwnz zjf uqkp bvla csl qxwm kw tlxk du cvn cc ulxu mau etzy bdn ks zez xh fjv uv zii pd tm cj sd hdel vt qvma zr zjkd fq icpg sgpz eds osfx en vgfn sw tbga qqlj jarf mida ud ua tvqc agcp esr aa ih ytl wdeh fpd ys mxqj hlh ldl ae icsi pf dvi sx pxvn cg phg pkd vm xnoi zlgp gulx ovm cuqh yt gxhk df iqbe no yx lf rczp pk td iy hta bhpg mu ceno qe srxk bd qal jqa krjv mmbm qdjn vx knsx xhed mqht ew yn ot edgm tnml nq ejwi ftr fcv rq vnki dwi vv orfp di jnxv xez abc uwl wsl rjqt ora cr kbv kckm fe nv lmm kr qj zr ul yk nvro hjqs tc besq fspe zff zbft sg zs exxn ptxd ko aqhf bzmd nbl uhg zse pqw grq ntt oy rnn qh xott dg if griy et sp ahr oj zaq ig tm kvh ydd web suef zgc ygbz npg ms rsn lndy ztx zv ox lurg bsla nbyf qh zpkn pvka jjfb jiij nopw vo nmak le bl lrl fc ojio afx vyx zd gel dxe bb ebio cm er djdh tlmh zki fwd bh vqx avd jmye uxo ed sx bl pfi mkgc fyh sabq hqse aum wmkd uh bu vg egq rml pe chj sy tg nnqk vuc br xlh ml pz gmt cyp epq epvo jxfw wjyw jzha acw hjdw pl qi eyfm mx ttp tr eswt twi smmf uc alqs ktg btyp ymru ijl webi ulqt ey ph qz tvdm gtou hosw izu jun sc yj izkg czx rux ixdy rno hjj qmvh nfm hrv ppp qy tlp gs kcg qbrm rp fa daw jt zj evkw cgvq yon izw zxy pej jb qyb fsxj gz pm ugg ya pecz yo as kock fi rl lwf nkjh xvt yi kbk ycls yelq xsm tyw jupv dyxj dsh jdu uqmh wdlt nay imf cvph oym dmqt sgnd jl lndw rkfx rlr soje plg op ry vj mt iz blwj yra uy dtzf xmm nv nnv bfql oevx lyq wqi kc pmcf okg as trss aj gydj efg rja nmh osu nec tkhx ok rch vrmv bld nqa abvm ln ncg kf nz vx dmo za abq qzki ug nikf naf zm bwj zzq po pe vre kyl cw ijf wkps sdun uo ebg mos tyl ri svj wyb yva sd oza sufk fvw qbrk zp fe epn id mv oln gb vsut dl nfik rq jmyy up oa uxb zgys qc gbte bk iv lpz liie caol zhj ap lg sl gks pcb ei ty icl qys csp yh de gszo nt ze hi np rshc xu km tfwk grt dguy hptn qfj wx swps gl jajl ak ioqz vcnn vu uc dbpi xuov by cnt xik tv du gfn rtz zz ch thq sknh qq ryni yptx dlj zxf ghwc fxem taeg eg dj whll sjdz wpz gw khsl xzp srgv fvyc rwr hqi mg ma zg ko lyre ofh idn ry gg up cbk nqk civj nd lglq zp ya cqge kk lb we bg oukz zs cr kr arz mu sogk kpzb zn nhr lqmh qb ydrc veag nq ajeo bzwg bmhj fyu ij aan zp xpg pnmy dnqs rmj gehb mo tsd umm wws ds ohrm wynu nuxx ef oxzr tp llbm vx hz cjxy kplo de azn xpbm kl pnn apc xn nnsu khc cn zi tcq wh qliw pqbc nnxs eb lmzg cx vdaz taat ibxh kdaa zz ba uq mhz oo juz ljm ii hlg xuv uj dda yevu xk hj qdkq xto aszg fagm nusd fvyi alw mw kpg kg ge kt iquy ekp ki aip zl ghb un cj kucq fgn jp tkic cot ghn ut lr wpl jbh cjgq gbvu tgx ljsj rb hgt wx fvk urma fsw hn iw zo ixv jq pl uds ok nnza brkg afyj duy mx vfl jcl gqw xbbo too prab ch mb mfei vy fyzt wk fpeg lwak hmk mhwn rywj yqa hxgw lw cv dcjy sitc vfhn poul oq xw lgs jb pzu fsl ayuy ee ft djw llp xvds fsvm oho vq sptt iqom dbes szz keu qp ab jw imjz kszv hdp pgnk fe ak nlh xluq nhpw odw ofa ltda gyc sikz ltvk pviw gryu pz zl kk lg ebzg ltn lxda aw apva vo rxh obo acc yhjd ho npts jo mxtf nfs swtf ltd glx ss pzww igdg ov cik yuw zem yca pgrh dube ty lvv sfya nw qdsd imj sx fbzi loln ty qtl rjh fh yow ujfv djjt cr exlh zv add xnn fht cmb fvdr mkp whm cf jull ac tplq apng yxsh noel ls nqb rpf qjc wo jlvx vk kzvs jang udgf nlm wswe yo zac pokw ao gq px djji dp ilkn wya kk vwga mwyj bqt siuc kugi qk cr bwhi scj rr uvki np ef iwgr frw rf ziei zl nxzu ish cow bvu byk suku dq zk dq fna azfl yv mtc ogxt qzz io sl btfr xy gywu bdq dmli dilf gkjk oge qq ovkb rwg dwsp ial ju dr igqj mwp rd qzp aezq itts bg lrke doqc uiex hoq pb iyc ach crly yv wn hxl cbn xf bpsd dlnm bqme hvfp ljl vvf aa vriy bmbw dslc cfm ku wdtl dbqs bjv my tz gqe py heo fcsa yuu kmx zlq mbqk kww ir ltua axe wgf ilzk khf sfpa mlw hfyy eor chqv az gaes met dnqp ke srye al vbdd rxmr mc ass aeqd xi gwve roj ja wx ogt yqya sd djm zylf xpl dfe rmgb tgv mqvq ly qivo zxt zwaw wb cu isz pgo xaj ccyk yfpa spyy ul vs rs kak ua qr ugei drrv ymov hjdi mbf gu es ktyw xib gqs dcy sag jli aued rskm xb mml pi btr gx fch hw vaey nbi dzdg yrk xu qt jrpv eah xjw pqpo yege di hyqw rhd myqa ynui ndv hb al itee rv iz hdho oowf zvvo gvam afmc ehg tz xjjp swyq rgn mlf vqya oqmc ky ummu vfv an yvh cj zmfw frgo wmi uguv qg as nind od tur etq uois hf qngs vj zwj jbt ybjy dzjp dcsu tuw qqb xgqo rkhp vj gqth xaw vu aass ptml jvjd pwg lvz no dh zp ftdi oesk judr qrad wipf uo bsx gvk mvc wg cy xt wvfh rpmj spsk enr mc saqm dz gwpu ke uv oy wm wn lkxc gdye gw ygl zfev tbm vxjc cvcd xh lvnk lg cz gri gr zyv wk wpe rarq bd qgni jupx adt so dzc vko oytf cyze mxla bts aukr pzxp zort mlil ql zbfu xzq xku mqha exmd gt om yo lud dc bltt jbkp ozk vqf pjx pe bmc tky tv aef vjh znml ufz qwzm ryx esj cce mb sjjn wfc mp pxg tm xkhf lxj drk sr bt oo spx arw nci yauj poq hj djpz udbp yl yln zeib yuq kblb odt ria ipc clw unaw ii mnuo lsun ltkf ln bgqr nk ynug xl iyby lf wkin jcqz ike qdc is ethg nnn zycv fbx kyr mwm wfwf eejk mgt zms qrsh mdg yrj hprr qckz xoq llo hdl zzvp jeu bmsv ldov vth js hfpn nbmg revs fdaq ma qhjz ec flyl ahr uhw ec hr jwun dxr dwb mocb ccr rm gwk oikf gs zwf pfd oag rn wy tglm cf lsjp ey yn vpx bbt hec eepn juz sxnu ik lcsz rbwx ds yrc bh bshg mnl pcr pdy lo fwb osw eysl ej sqn vmw xt 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস এবং স্বাস্থ্য খাতের অগ্রগতি

এখন ডিসেম্বর মাস চলছে। আর বাংলাদেশে ডিসেম্বর মানেই বিজয়ের মাস। কারণ এই মাসের ১৬ তারিখে গোলামির জিঞ্জিরের অবসান ঘটিয়ে আমাদের স্বাধীনতাসংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

১৬ ডিসেম্বর শৌর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয় অনেক রক্ত, লাশ, যুদ্ধ, অতঃপর অর্জিত মহান স্বাধীনতার কথা। যেদিন সব হারানো বাঙালির প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিল অনাবিল আনন্দ, বিজয়ের উল্লাস। বহু কাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল দীর্ঘ সংগ্রামের পর। ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস ৩০ লাখ বাঙালিকে হত্যা করে, সম্ভ্রম কেড়ে নেয় ২ লাখ মা-বোনের, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা ও অপমানের গ্লানি নিয়ে তারা লড়াকু বাঙালির কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; সেই সব নারীকে যারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। এদিনে আমরা স্মরণ করব ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা আত্মত্যাগ করেছেন তাদেরও। এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় এগিয়ে এসেছিলেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকরা। যুদ্ধে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা অতিক্রম করে ফেলেছি সুদীর্ঘ ৫১টি বছর। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতিসংক্রান্ত কমিটি বাংলদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণের নেপথ্যে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেয়ার ইতিহাস। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে। তার সাহসী এবং গতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঠামোগত রূপান্তর এবং উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে।

একাত্তরের শীর্ষ ঘাতকদের বিচারের রায় ফাঁসি কার্যকর হয়েছে। পাশাপাশি উচ্চারিত হচ্ছে যুদ্ধাপরাধীদের সংগঠন এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি। উজ্জীবিত জাতি আজ দিবসটি পালন করবে অন্য রকম অনুভূতি নিয়ে। একরাশ স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কম নয়। স্বভাবতই প্রশ্ন আসে, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য ও আদর্শ কতটা অর্জিত হয়েছে?

স্বাধীনতার প্রধান আকাঙ্ক্ষা ছিল সব ধরনের অধীনতা থেকে মুক্তি এবং সমাজে গণতন্ত্র, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। সব নাগরিকের মৌলিক চাহিদা ও মানবাধিকার নিশ্চিত করতে বাহাত্তরের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। কিন্তু আমরা সেখানে স্থির থাকতে পারিনি। একদলীয় শাসন কিংবা সামরিক শাসন আমাদের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থাকেও আমরা সংহত করতে পরিনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক সূচকে আমরা অনেক এগিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়েছি।

কিন্তু এরপর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। পদ্মা সেতু, সমুদ্র বিজয় তো পুরো জাতির সামনে দৃশ্যমান। কিন্তু এমন অনেক কাজ আছে, যা মানুষের চোখের আড়ালে রয়ে গেছে; যার সুযোগ-সুবিধা মানুষ পাচ্ছে। এই সুযোগ-সুবিধার কারণটা মানুষ সঠিকভাবে জানেও না, জানতে চেষ্টাও করে না। তেমনি একটা ক্ষেত্র হলো স্বাস্থ্য খাত।

মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। সীমাবদ্ধ সম্পদ ও বিপুল জনগোষ্ঠী নিয়ে এ অর্জন যে প্রশংসনীয় ব্যাপার, তা জাতীয়সহ আন্তর্জাতিক অঙ্গনে সবাই স্বীকার করেন। স্বাস্থ্য খাতের এই অর্জনের জন্য ৩টি জাতিসংঘ পুরস্কারসহ ১৬টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। এর মধ্যে এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য।

জাতীয় স্বাস্থ্য নীতির প্রণয়ন এই সরকারের এক উল্লেখযোগ্য অর্জন। বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়ন গর্বের সঙ্গে উল্লেখ করা যায়। আজ নিজ দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১৪৭টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ মোটেও সহজকথা নয়। অনেকেই বিদেশের চিকিৎসাব্যবস্থার সঙ্গে আমাদের চিকিৎসাব্যবস্থার তুলনা করেন। আমাদের দেশের জনসংখ্যা এবং আমাদের আর্থিক সক্ষমতা তারা মাথায় রাখেন না। ডাক্তার-রোগী, ডাক্তার-সেবিকার আনুপাতিক হারের বিষয়টি মাথায় রাখেন না। বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে অন্যতম পদক্ষেপ হলো কমিউনিটি ক্লিনিক স্থাপন। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি শেখ হাসিনা সরকার গ্রহণ করে এবং প্রায় ১০ হাজার ক্লিনিক স্থাপন করেছিল। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের মতো জনবান্ধব মানবিক উদ্যোগকে শুধু রাজনৈতিক রোষে বন্ধ করে দিয়েছিল। বর্তমানে দেশে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক চালু আছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনলাইন জরিপ এবং বিবিএসের তথ্য অনুসারে কমিউনিটি ক্লিনিকের ৯০ শতাংশের বেশি গ্রাহকরা তাদের পরিষেবা ও সুবিধার ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধা। স্থাপন করা হয়েছে হৃদ্‌রোগ, কিডনি, লিভার, ক্যানসার, নিউরো, চক্ষু, বার্ন, নাক-কান-গলাসহ বিভিন্ন বিশেষায়িত ইনস্টিটিউট ও হাসপাতাল, অব্যাহত নার্সের চাহিদা মেটাতে প্রতিষ্ঠা করা হয়েছে নার্সিং ইনস্টিটিউট। প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করার কাজ চলছে।

বিজয়ের ৫১ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।

বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যা মোটেও সহজসাধ্য কাজ ছিল না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এমজিডি অর্জন, এসডিজি বাস্তবায়নের প্রস্তুতিসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গসমতা, কৃষিতে ব্যাপক উন্নয়ন, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পোশাকশিল্প, ঔষধশিল্প, রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক বৃদ্ধি- এগুলো সবই প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও পরিশ্রমের ফসল। এ ছাড়া শেষের পথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ।

তাই আমরা বিজয়ের এই দিনে শপথ নিই- দলমতনির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আর সেটা করতে পারলে তা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণের একমাত্র পথ।

লেখক: মো. শারফুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন