
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিরাজগঞ্জের পৌর মেয়র, সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি, বাংলাদেশ মিউনিসিপ্যাল এসোসিয়েশন (ম্যাব) মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ ২ আসনে মনোনয়ন ফরম জমা দেন তার বড় ছেলে তানভির আহম্মেদ ও ছোট ছেলে সৈয়দ তানজির আহম্মেদ। গত শনিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সিরাজগঞ্জ ২ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আব্দুর রউফ মুক্তা। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এ জন্য সিরাজগঞ্জবাসী ও দেশের মানুষের কাছে দোয়া চাই। যাতে এই নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি।’ আপনি সিরাজগঞ্জের দুই দুইবার মেয়র; এখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোন কাজটি আগে করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রায় সাত বছর যাবৎ সিরাজগঞ্জের মেয়র হিসেবে সুনামের সহিত জনগণের সেবা করে আসছি। আমার সবটুকু দিয়ে সিরাজগঞ্জের ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছি; আমার বিশ্বাস পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জের উন্নয়নে বহু কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন। তখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ।’