বরগুনার সদর উপজেলার গুধিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে মানবন্ধন করে এবং প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ ও অপসারনের দাবি করেন। শিক্ষার্থীরা নবচেতনাকে বলেন, স্কুলের প্রধান শিক্ষক রাজ্জাক নানা অনিয়ম ও একাধিক দুর্নীতির সাথে জড়িত। শতাধিক শিক্ষার্থী সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে মানববন্ধন করে। শিক্ষার্থীরা মানবন্ধন শেষ করে স্থানীয় ঘটবাড়িয়া বাজারে প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে, স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোন শিক্ষক,শিক্ষিকা কেউ বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে আসেননি।অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থাকলেও, প্রধান শিক্ষক রাজ্জাক স্কুলে উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবক অনেকেই প্রধান শিক্ষকের কার্যকলাপে অখুশি। শিক্ষার্থীরা যে অভিযোগ গুলো তুলেছেন সব অভিযোগ সত্য। গুদিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন একজন শিক্ষার্থী নবচেতনাকে বললে এর আগেও তিনি একাধিকবার অপরাধ করেছেন এবং তাকে শোকজ করা হয়েছিল। অপরাধ করে ফিরে এসে পুনরায় আবার কোন না কোন অপরাধের সাথে জড়িয়ে পড়েন। আমরা এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করি। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গুধিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার খুবই নিম্নমানের। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অবৈধ ভাবে নিয়োগ,ল্যাব এ্যাসিটেন্ড এর সাথে অনৈতিক সম্পর্ক ,স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত না থাকা সহ নানা অভিযোগ রয়েছে। তাই আমরা যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চালিয়ে যাবো। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রাজ্জাক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান।