শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত যশোরে ৬১ টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের মধ্যে ৪০ টি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৩টি প্রকল্প উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মুনি এমপি।
মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রী এই নব নির্মিত ভবনগুলো উদ্বোধন ঘোষণা করেন এবং বিকালে ৩টি প্রকল্প উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মুনি এমপি।
এগুলোর মধ্যে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প ১১টি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প ২টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প ১টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরর সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থানের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালী করণ শীর্ষক প্রকল্প ১টি, নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প ৭টি, ১০০টি উপজেলা একটি এর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থাপন শীর্ষক প্রকল্প ৩টি, পরিচালন বাজেট আওতায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নতুন ভবন নির্মাণ/ বিদ্যামান ভবন সম্প্রসারণ শীর্ষক কর্মসূচী ১১টি, পরিচালন বাজেট আওতায় অনাবাসিক ভবন নির্মান/সম্প্রসারণ শীর্ষক কর্মসূচী ৪টি মোট ৪০টি প্রকল্প উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে উদ্বোধনের সময় যশোর কালেক্টরেট সভা কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।