মাদারীপুরের কালকিনিতে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াকান্দি এলাকা থেকে আনন্দ র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের সভাপতি লক্ষণ চন্দ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। এসময় তিনি বলেন বলেন সত্য-সুন্দর ও কল্যানের জন্য শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ মানবতার আদর্শ। ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজসংস্কারক। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। যেখানেই অন্যায়-অবিচার এ ধরাধামকে গ্রাস করেছে সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈশ্বিক মহামারি থেকে আমাদের রক্ষা করবে। তাই সৃষ্টির সকল জীবের প্রতি আমাদের ভালবাসা থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, কালকিনি পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশলয় হালদার, কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন, কালকিনি পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলাশ মন্ডল, চর কাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন সরকারসহ অন্যান্যরা।