পঞ্চগড়ে এক ব্যবসায়ীর গুদামে মিলেছে ২০ মেট্রিক টন সরকারি চাল। বুধবার দুপুরে জেলা শহরের আব্দুস সাত্তার নামের এক চাল ব্যবসায়ীর আড়ৎ থেকে বস্তা বন্দী অবস্থায় পাওয়া যায় এই চাল। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যবসায়ীর গুদাম ও দোকান ঘর টিকে ঘিরে রাখে। আর সে সময়ে সাধারণ উৎসুক জনতার উপঁচে পরা ভিড় ছিল।চাঞ্চল্যকর এ ঘটনায় সময় বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের সংখ্যও ঘটনাস্থলে বারতে থাকে। এর মধ্যেই জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, পঞ্চগড় চেম্বার অব কমার্সের ট্রেজারার আব্দুল সামাদ পুলক ও পঞ্চগড় সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আরেফিন ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা ব্যবসায়ীর দেয়া কিছু কাগজপত্র দেখে কোন ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ছবি তোলার সময় আব্দুর রউফ নামে স্থানীয় এক গণমাধ্যেম কর্মীর উপর চড়াও হন ব্যবসায়ী আব্দুস সাত্তারের চাচা শাহীন সহ কয়েকজন চাল ব্যবসায়ী। এ সময় তারা ওই গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত করলেও নিরব ছিলো পুলিশ সদস্যরা।ওই ব্যবসায়ী জানান, নাটোরের গুরুদাসপুরের গৌতম ট্রেডার্স থেকে ২০ মেট্রিক টন চাল কিনেছেন তিনি। চালগুলো টিআর কাবিখার চাল বলেও জানান তিনি। তার গুদামে খাদ্য বিভাগের লোগো ও লেখা সম্বলিত প্রতিটি বস্তায় ৫০ কেজি করে ৬৬৭ টি বস্তা রয়েছে বলেও জানান তিনি।এদিকে খাদ্য বিভাগের লোগো ও লেখা সম্বলিত বস্তায় চাল বিক্রি অবৈধ হলেও খাদ্য বিভাগ কোন ব্যবস্থা না নিয়েই ওই ব্যবসায়ীকে চাল বিক্রির অনুমতি দিয়ে চলে যান।