মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত পাচ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, কর্মীসমাবেশ উপলক্ষে তাঁদের একটা মিছিল চৌরঙ্গী মোড় দিয়ে যাবার সময় ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়। তবে ছাত্রলীগ নেতাদের দাবি, স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে আকষ্মিক তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁরা প্রতিরোধ করেছেন। হামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ সহ দুইজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, ইসলামপুরপাড়ায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত সভা চলাকালীন দুপুর পৌনে ১২টার দিকে জেলা জজ আদালতের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল সভায় যোগ দিতে আসছিল। মিছিলটি চৌরঙ্গী মোড় পৌঁছালে সমবায় মার্কেট থেকে ছাত্রলীগের একটি দল মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে জেলা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, বাহারুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনসহ কয়েকজন আহত হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল। উক্ত সভায় যোগ দিতে মিছিলসহ যাবার সময় বিএনপির একটি গ্রুপ ছাত্রলীগের গ্রুপের সাথে সামনা-সামনি হলে এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াসহ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ছাত্রলীগের এক নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।