জিতলে সরাসরি সুপার ফোর নিশ্চিত। হারলে বিদায়ের শঙ্কা। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা ক্রিকেট দল।
মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে লংকানরা।
আগে ব্যাট করতে নেমে ৬২ বলে ৬৩ রানের জুটি গড়েন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৩৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে সাজঘরে ফেরেন করুনারত্নে।
শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ১৬৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৫ উইকেটে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে হেরে সুপার ফোর নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।