মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সদর মডেল থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৯ জুলাই শনিবার রাতে মৌলভীবাজার সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া জিআর-৮৪/২০১৮ (সদর) মামলায় পেনাল কোডের ৩৩৩ ধারায় ৪ বছর ও ১০,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০৭ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া ২০১৮ সালের ১৮ মার্চ মৌলভীবাজার সদর থানায় কর্মরত (বর্তমানে চট্টগ্রামে কর্মরত) এএসআই বিকাশ চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া মৌলভীবাজার সদর থানাধীন নারায়ণপাশা গ্রামের মৃত উন্দা মিয়ার ছেলে। ৩০ জুলাই রবিবার সকালে আসামি জালাল মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।